এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে একাধিক গরু চুরি মামলার আসামি মাহাবুল সিকদার সহ ৩জন চোর আটক হয়েছে। এসময় ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে পটুয়াখালী লোহালিয়া নদী এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ৩টি চোরাই গরু সহ ১) মোঃ মাহাবুল সিকদার (৪৬), ২) মোঃ কামাল হাওলাদার (৪০), ৩) মোঃ জসিম (৩৮) নামে ৩জন পেশাদার গরু চোরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১নং আসামী মোঃ মাহাবুল সিকদার (৪৬), পিতা-ফয়জের আলী সিকদার, সাং-পূর্ব লক্ষীপুর, ৮নং ওয়ার্ড, দশমিনা ইউপি, থানা-দশমিনার বিরুদ্ধে পটুয়াখালী থানা এবং দশমিনা থানায় ০৫টি গরু চুরির মামলা চলমান রয়েছে।