• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর মান্দায় পরানপুরে উঠান বৈঠকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা/দৈনিক ক্রাইম বাংলা।।

বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৮৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। ফুঁসে উঠছে সমুদ্র, উত্তাল ঢেউয়ের মিতালীতে হাজারো পর্যটক মেতে উঠেছেন বাঁধভাঙা উল্লাসে। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ভোগান্তি থাকলেও কুয়াকাটা সৈকতে ঢেউয়ের সঙ্গে মেতে ওঠা পর্যটকদের উচ্ছ্বাস বাড়তি রঙ ছড়াচ্ছে সমুদ্র পাড়ে।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার লম্বা ছুটি উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক এখন মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। ইতোমধ্যেই ৯০ থেকে ৯৫ শতাংশ হোটেল বুকিং সম্পন্ন হয়েছে। প্রাণ ফিরে পেয়েছে সৈকত এলাকা ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া অনেক পর্যটকের ভ্রমণ আনন্দকে ম্লান করেছে। সৈকত এলাকায় ঘুরে দেখা যায়, অনেকে অবস্থান করছেন হোটেল কক্ষে, আবার অনেকেই ঝুঁকি নিয়েই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছেন।
গতকাল বুধবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি চললেও বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অটো চালক খলিল হাওলাদার বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হতে পারছি না। পর্যটকরা কোথাও যাচ্ছে না। আশা করেছিলাম এই ছুটিতে কিছু আয় হবে, কিন্তু তা সম্ভব হচ্ছে না।
ঢাকা থেকে আসা পর্যটক মো.আব্দুল্লাহ বলেন, সৈকতে এসে ঢেউ না দেখে ফিরে যাওয়া যায় না। আবহাওয়া খারাপ হলেও ঢেউয়ের সঙ্গে মজা করছি। তবে অন্য দর্শনীয় স্পটে যাওয়া সম্ভব হচ্ছে না।
খুলনা থেকে আসা আরেক পর্যটক মোসা: সায়মা আক্তার জানান, প্রথমবার কুয়াকাটায় আসলাম। সমুদ্রের সৌন্দর্য দারুণ লাগছে, সাগরে প্রচুর ঢেউ কিন্তু টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় যাওয়া হয়নি।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে বুকিং বাতিল হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভ্রমণপিপাসুরা আসতে চাইলেও আসতে পারছেন না। এতে হোটেল-মোটেলের বড় ধরণের আর্থিক ক্ষতি হচ্ছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, আজকে কুয়াকাটায় প্রচুর পর্যটক আসছে। কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন পর্যটক ও দূর্গাপুজার দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ