• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ,,,,দৈনিক ক্রাইম বাংলা ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেসবুক পোস্টে ডাকসুর ফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা শিক্ষার্থীরা যদি এটিই রায় মনে করেন, আমি সম্মান জানাই: জিএস প্রার্থী হামিম,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আদালতের স্থগিতাদেশের ফাঁদে বিপুল পরিমাণ ঋণের টাকা,,,,,দৈন ক্রাইম বাংলা ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ের দারপ্রান্তে শিবির প্যানেল,,,,,দৈনিক ক্রাইম বাংলা বোরহানউদ্দিনে বাজার কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,,,,,দৈনিক ক্রাইম বাংলা

দর্শণার্থীদের কাছে বিনোদন স্পটে পরিণত পিরোজপুর বানিজ্য মেলা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

পিরোজপুর জেলা স্টেডিয়ামে মাসব্যাপী চলছে শিল্প ও বাণিজ্য মেলা আসর। শুরুতে ক্রেতা ও দর্শনার্থী কিছুটা কম থাকলেও বর্তমানে দর্শনার্থীদের উপস্থিতি বেশি‌ দেখা যায়। গত ১৪ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বাণিজ্য মেলা শুরু হয়েছে। সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় উপচে পড়া ভিড় দেখা করা যায়।দর্শণার্থীদের কাছে বিনোদন স্পট এ পরিনত হয়েছে মেলা। নানা রকমের পণ্যের স্টলগুলো সাজানো হয়েছে রংবেরং সাজ সজ্জায়। আর মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের আকর্ষিত করতে প্রায় সবগুলো স্টলেই পণ্যের মূল্যের ওপর বিশেষ ছাড় দিয়ে স্টলে থাকা নানা রকম পণ্যের ছাড়ের ব্যানার টানিয়ে রেখেছেন। ছাড় দিয়ে বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা।

মেলার অভ্যন্তরীণ স্টলগুলোতে দেশীয় পোশাক, হস্তশিল্পজাত পণ্য, সাজসজ্জার সামগ্রী, আসবাব ও গৃহসজ্জার বিভিন্ন সরঞ্জাম, ব্যাগ-জুতাসহ চামড়াজাত পণ্য, , স্টেশনারি, ক্রোকারিজ ও ইমিটেশন জুয়েলারি পণ্যের স্টলের সামনে ক্রেতাদের বেশি ভিড় লক্ষ্য করা গেছে। এর ফলে বেড়েছে কেনাবেচা।

মেলায় আগতদের মধ্যে বেশিরভাগই পরিবার নিয়ে সময় কাটাতে ও শিশুদের একটু বিনোদন দিতে আসছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা রয়েছে ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেলার প্রবেশদ্বারে শৃঙ্খলা রক্ষার্থে মোটরসাইকেল পার্কিং, আলাদা টিকিট কাউন্টার, নিরাপত্তা কর্মী রয়েছে। মেলায় প্রবেশের টিকিটে রয়েছে আকর্ষণীয় অনেক পুরস্কার।
এতে মেলায় আসা দর্শনার্থীদের আগ্রহ অনেকগুন বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন অনেকে। প্রতিদিন যত দর্শনার্থী প্রবেশ করবে তাদের প্রবেশ টিকিট ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এতে আগত দর্শনার্থীরা খুশি।
মেলায় ছোট বড় সবার জন্য রয়েছে সচ্ছ ও সুস্থধারার অনেক বিনোদন কেন্দ্র। পার্শ্ববর্তী জেলা-উপজেলাসমুহের দর্শনার্থীদের পদচারণা বাড়ছে মেলা প্রাঙ্গণে।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, খোলামেলা পরিবেশ হওয়ায় পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে পণ্য দেখছেন ও কিনছেন ক্রেতারা।
মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে, এখানে দেখা ও কেনার মতো অনেক কিছু আছে, বিশেষ করে বাচ্চাদের বিনোদনের আয়োজনটি বেশি ভালো লেগেছে । সার্বিক বিষয় নিয়ে মেলা কর্তৃপক্ষের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে মেলা পরিচালনা করছি। প্রশাসনের সকল শর্ত মেনেই মেলার কার্যক্রম চলছে। যথাসাধ্য চেষ্টা করছি মেলায় আসা সকল দর্শনার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহ প্রধান করুন। তাই সুশৃংখল সংস্কৃতি উপভোগ করতে সবাই মেলায় আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ