• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

ভোলায় শিল্প কারখানা করলে সঙ্গে সঙ্গেই গ্যাস পাবেন উদ্যোক্তারা – বিদ্যুৎ মন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ১৮৬ পঠিত
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী সাত থেকে আট বছরের মধ্যে সমুদ্র থেকে গ্যাস পাবে দেশ। এতে ভান্ডারে যোগ হবে নতুন গ্যাস। শিল্পের গ্যাস সংকট থাকবে না। পরিকল্পিত শিল্প গড়লে গ্যাসের কোনো সংকট হবে না। আর ভোলায় শিল্প কারখানা করলে সঙ্গে সঙ্গেই গ্যাস পাবেন উদ্যোক্তা।

শনিবার মতিঝিলে ‘বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সর্বোত্তম ব্যবহার ও বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন প্রতিমন্ত্রী। সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, জ্বালানি বিষেশজ্ঞসহ ঢাকা চেম্বার সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তার, এফবিসিসিআই নেতা ও ব্যবসায়ীরা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা গভীর সমুদ্রে কাজ করার জন্য একটা অবস্থানে এসেছি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল কোম্পানি এক্সন মবিলসহ অনেক কোম্পানি সমুদ্রে কাজ করার আগ্রহ দেখিয়েছে। এক্সন মবিলতো লিখিতভাবে আবেদন করেছে। সেটা যাচাই-বাছাই করছি, সার্ভে কমপ্লিট হলে দরপত্র আহ্বান করা হবে। আমরা আশা করছি, সমুদ্র থেকে আগামী আট বছরের মধ্যে গ্যাস পাবো। অফশোর উইন্ড পাওয়ার করার জন্য ডেনমার্কের একটি কোম্পানি প্রায় দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। অফশোরে গ্যাসের জন্য মাল্টিক্লায়েন্ট সার্ভেও প্রায় শেষ পর্যায়ে। নসরুল হামিদ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু চাইলেন নিজস্ব বিদ্যুত ও জ্বালানির ব্যবস্থা করা। তার মৃত্যুর কয়েকদিন আগে তিতাসসহ পাঁচটি গ্যাসক্ষেত্র শেল অয়েল কোম্পানির কাছ থেকে ১৭ কোটি টাকায় কিনে নিয়েছিলেন। তখনকার ১৭ কোটি টাকা অনেক বড় অর্থ ছিল। সেই কেনায় পাঁচ গ্যাসক্ষেত্র জাতীয় অর্থনীতিতে ৩ লাখ হাজার কোটি টাকা দিয়েছে। আমরা এখনো গ্যাস ব্যবহার করছি। তিনি না কিনলে আমরা গ্যাসের আমদানিতে থাকতাম। আমাদের এত শিল্প গড়ে উঠত না, দেশ এগোতো না। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আশুলিয়ায় একটা শিল্পের লাইনে গ্যাস টানা হয়। সেখান থেকে আরও পাঁচজন আসেন তাদের শিল্পে গ্যাস লাইন নেওয়ার জন্য, পরে একই লাইনে একটা গ্রামেও গ্যাসের সংযোগ দেওয়া হয়। তাহলে একটা লাইনে কতটুকু গ্যাস পাওয়া যাবে। আপনারা পরিকল্পিত শিল্প গড়ে তুলুন গ্যাসের সমস্যা দূর হবে। আমাদের ভোলায় গ্যাস উত্তোলন হচ্ছে। আপনারা শিল্প গড়ে তুলুন সঙ্গে সঙ্গেই গ্যাস পাবেন। কিন্তু ভোলার গ্যাস পাইপে করে খুলনায় নেওয়াটা সময়সাপেক্ষ, তবুও আমরা সব উদ্যোগ নিচ্ছি। বিদ্যুৎ নিয়ে তিনি বলেন, একটা সময় বঙ্গবন্ধু বলেছিলেন শহরের মতোই গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। তাকে শহীদ করা হলেও তার স্বপ্ন পূরণে তার দুই কন্যাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। তার কন্যা ৯৬ সালে ক্ষমতায় এসেই বিদ্যুতের বেসরকারিকরণ করেছিলেন। বিদ্যুতের উৎপাদনে জোর দিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসার পর আবারও সব বন্ধ করা হয়। আবার শেখ হাসিনা ক্ষমতায় এসে বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছেন, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। জ্বালানি বিষয়ে তিনি বলেন, প্রতিদিন ঢাকায় ২০০ তেলবাহী গাড়ি ঢুকছে। এতে যানজট হচ্ছে আবার ফুয়েল খরচ বাড়ছে, সময় লাগছে। আমরা পাইপ লাইনের মাধ্যমে বিমান ও গাড়ির তেল ঢাকায় আনার ব্যবস্থা করছি। আগামী দুই বছর পর আর কোনো তেলের গাড়ি ঢাকায় আসবে না, সব পাইপ লাইনের মাধ্যমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ