দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক।।
শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে।
মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-৪ (নবরাত্রি হল) হলে সমাবর্তনের সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন। আজকের গ্রাজুয়েটরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এ কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যখন কর্মজগতে পা রাখবে, মনে রাখবে প্রাতিষ্ঠানিক শিক্ষা আলোকবর্তিকা হয়ে তোমাদের সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির উপাঁচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বাংলাদেশের শিক্ষার বিস্তার এখন উন্নয়নশীল বিশ্বের জন্যে একটি অনুকরণীয় মডেল। আপনাদের অর্জিত জ্ঞান শুধু নিজেদের জন্যই ব্যবহার করবেন তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য কাজে লাগাতে হবে। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বদরুল ইকবাল সহ সংসদের সদস্য, বুদ্ধিজীবী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ। এদিকে মঙ্গলবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কনসাল্টেশন সার্ভিস (টিটিসিএস) ল্যাবের অ্যাক্রেডিটেশন প্রাপ্তি এবং বুটেক্স থেকে সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পোশাক শিল্প দেশের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। এ শিল্প ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ করতে জোরালো ভূমিকা রাখবে। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে ৮৪ শতাংশ আসে পোশাক শিল্প থেকে। ৫ মিলিয়ন মানুষের কর্মক্ষেত্র তৈরি এবং নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের দৃশ্যমান হয় এ খাতে। বুটেক্স এমন বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা পাস করার সঙ্গে সঙ্গে চাকরি পায়। তিনি আরও বলেন, আমরা ইন্ডাস্ট্রি থেকে ইনপুট চাই। গবেষণার জন্য অর্থের ব্যাপারে সরকারের বাইরে ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সফলতা আসবে। বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এ- টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি শফিকুর রহমান।