• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

জমিজমা বিরোধ কে কেন্দ্র করে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১২৩ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধি। 

বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকায় জমিজমা বিরোধ নিয়ে মো. মতিউর রহমান (৬৫) কে রামদা,দা, বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হুমকি দিয়েছে এলাকার কিছু ভূমিদস্যু। গত শুক্রবার বেলা ১ ঘটিকায় ভূমিদস্যু মোশারেফ হাওলাদার, পাশা হাং, রুস্তম আলী হাং, মোসা: শিল্পী বেগম ও আখিনুর বেগম বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে, মো. মতিউর রহমানের পৈত্রিক সম্পত্তির ১ একর জমির পাকা ইরি ধান জোর পূর্বক কাটিয়া নিয়া যায়।
মো.মতিউর রহমান বলেন , আমার পৈত্রিক সম্পত্তির ধান কেটে নেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে ধান কাটার উদ্দেশ্যে জানতে চাইলে এবং বাঁধাগ্রস্ত করলে, ভূমিধসু মোশারেফ, পাশা, রুস্তম সহ সকলে মিলে আমাকে মারধর করে বিভিন্ন ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে।
সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায় মো. মতিউর রহমান সহ তার ভাইবোনদের পৈত্রিক সম্পত্তির ১ একর জমির মালিকানা রয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর জমিতে চাষাবাদ করে, যাহার জেএল- ৫১ নং চলাভাঙ্গা মৌজার এস এ খতিয়ান- ১৯১, দাগ ন- ২৫৯১/২৫৯৭ উক্ত জমির পশ্চিম পাশ দিয়ে ২৩-ইরি ধান জোর পূর্বক কাটে নিয়ে যায়। তখন ভূমিদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সকলকে হুমকি দিয়ে যায়।।
এ ঘটনায় আমতলি উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মোশারেফ হাওলাদার, পাশা হাং, রস্তুম আলী হাং, মোসা. শিল্পী বেগম ও আখিনুর বেগম কে আসামি করে, ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৫০৬ /১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যাহা আদলতে চলমান রয়েছে।
উক্ত মামলা ধামাচাপা দেয়ার জন্য ভূমিদস্যু মশারেফ সহ অনন্য ভূমিদস্যুরা অজ্ঞাত একটি মামলা দায়ের করেন। যাহা মামলা নং- ৬৭/২০২৪ মামলাটি তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ