• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।

বিদেশে পাঠানোর নামে টাকা আত্নসাৎ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১২১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি।।

সৌদিতে পাঠানোর কথা বলে ছয় লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে প্রবাস ফেরৎ আত্রাই উপজেলার মাড়িয়া গ্রামের মৃত ছলিম শেখ এর পুত্র মোঃ- খায়রুল ইসলামের বিরুদ্ধে। বিবাদী মোঃ মোজাফ্ফর হোসেন পিতা মোঃ আলাউদ্দীন গ্রাম মাড়িয়া থানা আত্রাই জেলা নওগাঁ জানান, আমার নিকটতম আত্নীয় দুইজন লোক কে সৌদিতে নিয়ে  যাওয়া এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ১নং বিবাদি খায়রুল  ইসলাম শেখ প্রবাসে (সৌদিতে থাকা অবস্থায় তার দেওয়া লেনদেনর আইডি ৫৮২৩০৪২৫০০০০১২২৪ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আত্রাই শাখায় ২৫-৪- ২০২৩ইং ২৯৯,০০০.০০ (দুই লাখ নিরানব্বই) হাজার টাকা ও ২৬-৯-২৩ইং তারিখে লেনদেন আইডি ৫২২৩০৯২৬০০০০৮৪৭৭তে ১৯৯.০০০.০০ (এক লাখ নিরানব্বই হাজার টাকা) ফকিরাপুল জনতা ব্যাংক ঢাকা শাখা ০১০০০২০৩৯৫৭৭আইডিতে ৮-৫-২৩ইং তারিখে১,০০,০০০ (এক লাখ) টাকা প্রদান করা হয়। টাকা প্রাপ্তির পর থেকে আমার নিকটতম আত্নিয় দুজনকে পাঠাতে পারেন নাই। এবিষয়ে আমি ১নং বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে  ১নং বিবাদী  ২নং বিবাদী মোঃ মাসুদরানা ফৌজদার পিতা মৃত ফজলার রহমান ফৌজদার গ্রাম মাড়িয়া থানা আত্রাই,জেলা নওগাঁ  মনিয়ারী ইউপি  আওয়ামী  স্বেচ্ছা সেবক লীগ নেতার প্রভাব দেখিয়ে টাকা  ফেরৎ না দেওয়ার তালবাহনা,ভয়ভিতি ও প্রাণনাশের হুমকি দেয়। আমি  নিরুপায় হয়ে সরকার পতনের পর আত্রাই সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দাখিল করি।দাখিলের পর সেনা বাহিনীর ক্যাম্প জেলা পর্যায়ে চলে যায়। আমি অদ্যবোদি টাকা ফেরত পাই নাই।

সরেজমিনে গত ১৫ সেপ্টম্বর  রোজ রোববার বিকালে  সাংবাদিকগন সংবাদ সংগ্রহের জন্য ১নং বিবাদীর বাড়িতে গেলে  ১নং বিবাদী মোঃ খায়রুল ইসলাম শেখ সাংবাদিকের ক্যামেরার সামনে আসেন না বা অভিযোগ বিষয়ে কোন কথা বলতে রাজি নয় বলে জানান এবং সংবাদ সংগ্রহে সাংবাদিকের সাথে খারাপ আচরন  ও গাল মন্দ করেন। বর্তমানে অভিযোগকারী জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। ভূক্তভোগী উর্দ্ধতন মহল ও আইন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ