এম নজরুল ইসলাম।।
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী মঙ্গল ও বুধবার (২২ ও ২৩ নভেম্বর ২০২৪) মাদ্রাসা সংলগ্ন মাঠে (মুসল্লীবাড়ী সংলগ্ন) অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিল প্রত্যেহ আসরের নামাজ হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।
মাদ্রাসার মুহতামিম হাফেজ নজরুল ইসলাম বলেন, পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং টি প্রতিষ্ঠালগ্ন থেকে এই ১২ বছর ওয়াজ মাহফিল করে আসছি। এবারও দেশ বরেণ্য আলেম মাশায়েখগণ ওয়াজ নসিহত পেশ করবেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২ দিন ব্যাপি মাহফিলে ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থেকে মুফাস্সির কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।
১ম দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাস্সিরে কুরআন জনাব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ গাজী শহীদুল ইসলাম।
অধ্যক্ষ, নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন,
২য় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সু-মধুর কণ্ঠস্বর আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ্ আল মুঈন সাহেব, আরবি প্রভাষক, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দ্বীনিয়া মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন,
এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।
সার্বিক তত্ত্বাবধান করবেন,পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের সম্মানিত সম্পাদক জনাব মাওঃ আবু ছালেহ সাহেব।
পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এর মোহতামিম ও সম্পাদক সাহেব আগামী মঙ্গল ও বুধবার (২২ ও ২৩ নভেম্বর ২০২৪) এর বার্ষিক ওয়াজ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
You cannot copy content of this page