• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় ১২ বছর আগে বিক্রি হওয়া জমি ফের দখলের চেষ্টায় দুশ্চিন্তায় ক্রেতা শ্যামলী বেগম,,, নওগাঁর বদলগাছিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে মানবতার ফেরিওয়ালা ডাঃ ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্র পুনর্গঠনে নারীর ভূমিকা ও বিএনপির ঐক্য জোরদারের আহ্বান ডা. ইকরামুল বারী টিপুর/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপির মনোনীত ধানের শীষের নির্বাচনী উঠোন বৈঠকের বিশেষ অতিথি হলেন আওয়ামী লীগ সভাপতি, জনমনে ক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছীতে চার লাখের গাছ দুই লাখে বিক্রি, বিদ্যালয়ের লোকসান দুই লাখ টাকা/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী-৪, হাতপাখার ভরাডুবির শংকা মাও. মোস্তাফিজুরের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মীর গন পদত্যাগ/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে খাসজমি দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,,

বহু গুণের অধিকারী প্রতিভাধর লেখিকা- রন্ধন শিল্পী ও মানবাধিকার কর্মী তৃপ্তি রানী বাড়ৈ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৫৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মোশাররফ হোসাইন রাজু।।

বহু গুনের অধিকারী অত্যন্ত প্রতিভাধর একজন লেখিকা, এপার বাংলা এবং ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় পুরস্কারপ্রাপ্ত একজন রন্ধনশিল্পী ও আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন প্রশিক্ষণ ও হিট ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মানবাধিকার কর্মী তৃপ্তি রানী বাড়ৈ।
২০১৯ সনে ভীম বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সবাই কে অবাক করে দেন।
জন্মসূত্রে ঢাকার বাসিন্দা হলে ও গোপালগঞ্জের পাত্র বিনয় কৃষ্ণ বাড়ৈ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন।স্বামী একজন বিশিষ্ট ফার্মাসিস্ট। বর্তমানে তিনি একটি কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনিও লেখা লেখি করেন এবং একজন লেখক হিসেবে সুপরিচিতি রয়েছে। বর্তমানে দুই পুত্র সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।পেশায় ছিলেন একজন ইলেকট্রনিক ডিপ্লোমা প্রকৌশলী। দুই বছর ভোকেশনাল ইনস্টিটিউটের অডিও ভিডিও সেক্টরে কর্মরত ছিলেন।পরে এক পর্যায়ে পরিবার কে সময় দেয়ার সুবাদে চাকরি ছেড়ে দিয়ে স্বামী সন্তান নিয়ে পুরো পুরি সংসারী হয়ে যান।

একজন রন্ধনশিল্পী হিসেবে নিজেকে অন্য রূপে প্রকাশ করে ফেলেন। রান্নাবান্নার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ করে সফলতার স্বাক্ষর রাখতে শুরু করেন। এবং প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পূরুস্কার প্রাপ্ত হন। এভাবে এগিয়ে যেতে যেতে অনেক বড় ইভেন্ট ভীম প্রতিযোগিতায় বিজয়ী হন।পাশাপাশি করোনা সময়কালীন সময়ে দেশ চিত্র অনলাইন পত্রিকাতে ছোট গল্প, কলাম, কবিতা ও রেসিপি প্রকাশিত হয়।নগর টিভি নিবেদিত রান্নার প্রোগ্রাম তৃপ্তির রান্নাঘর অনুষ্ঠানটি তিনি নিজেই পরিচালনা করেন। বিভিন্ন চ্যানেলে রান্নার শো পরিচালনা করেন। দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো করেন রান্নার বিষয়ক। এই গুনী লেখিকার রান্নার একক তিনটি ব‌ই প্রকাশিত হয়েছে। ছোট গল্পের ব‌ই একটি।এর মধ্যে রাঁধতে রাঁধতে রাঁধুনি ব‌ইটির জন্য ভিন্ন মাত্রা প্রকাশনী থেকে এওয়ার্ড পেয়েছেন ২০২৩ সনে।
গত বছর চল্লিশের উর্ধ্বে নারীর মন ব‌ইটি প্রকাশিত হয়েছে ভিন্ন মাত্রা প্রকাশনী থেকে। এবার রান্নার ব‌ই একটি ও চাণক্য পন্ডিতের নীতি বাক্য বের হচ্ছে একুশের বইমেলায়।এ ছাড়া যৌথ সংখ্যায় অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। শিল্পকলা একাডেমী থেকে বাকশিল্পঙ্গের ১৩ তম আবর্তন সম্পন্ন করেছেন। এবং আবৃত্তি চর্চা চালিয়ে যাচ্ছেন। আবৃত্তির জন্য ও অনেক এওয়ার্ড অর্জন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে কোলকাতা থেকে রান্নার শো করে দু’ বার এওয়ার্ড পেয়েছেন। ছিলেন একজন প্রকৌশলী সময়ের প্রয়োজনে নিজেকে রন্ধন শিল্প, লেখিকা ও আবৃত্তি শিল্পী হিসেবে বহিঃপ্রকাশ করেছেন।
অবশেষে এই গুণী প্রতিভাধর লেখিকা রন্ধন শিল্পী তৃপ্তি রানী বাড়ৈ বাংলাদেশ সহ সারা বিশ্বের অধিকার হারা নির্যাতিত নিপীড়িত আর্ত মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য যুক্ত হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে।
তিনি আশা প্রকাশ করেন এবং আহ্বান জানান আমাদের সমাজের অবহেলিত গরিব অসহায় মানুষের জন্য সমাজের অর্থ বিত্তশালী ব্যক্তিদের সামাজিক কাজে নিজেদের অংশগ্রহণ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ