• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩ মে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ: নতুন কর্মসূচির ইঙ্গিত,,,,,,দৈনিক ক্রাইম বাংলা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করা যাবে,,,দৈনিক ক্রাইম বাংলা। ধর্মনিরপেক্ষতার প্রস্তাবেও আপত্তি, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থান চায় বিএনপি,,,,দৈনিক ক্রাইম বাংলা। সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্র এখনো দূরে: ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ফ্যাসিস্ট আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোস্তাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।


বহু গুণের অধিকারী প্রতিভাধর লেখিকা- রন্ধন শিল্পী ও মানবাধিকার কর্মী তৃপ্তি রানী বাড়ৈ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৮৫ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫


মোশাররফ হোসাইন রাজু।।

বহু গুনের অধিকারী অত্যন্ত প্রতিভাধর একজন লেখিকা, এপার বাংলা এবং ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় পুরস্কারপ্রাপ্ত একজন রন্ধনশিল্পী ও আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন প্রশিক্ষণ ও হিট ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মানবাধিকার কর্মী তৃপ্তি রানী বাড়ৈ।
২০১৯ সনে ভীম বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সবাই কে অবাক করে দেন।
জন্মসূত্রে ঢাকার বাসিন্দা হলে ও গোপালগঞ্জের পাত্র বিনয় কৃষ্ণ বাড়ৈ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন।স্বামী একজন বিশিষ্ট ফার্মাসিস্ট। বর্তমানে তিনি একটি কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনিও লেখা লেখি করেন এবং একজন লেখক হিসেবে সুপরিচিতি রয়েছে। বর্তমানে দুই পুত্র সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।পেশায় ছিলেন একজন ইলেকট্রনিক ডিপ্লোমা প্রকৌশলী। দুই বছর ভোকেশনাল ইনস্টিটিউটের অডিও ভিডিও সেক্টরে কর্মরত ছিলেন।পরে এক পর্যায়ে পরিবার কে সময় দেয়ার সুবাদে চাকরি ছেড়ে দিয়ে স্বামী সন্তান নিয়ে পুরো পুরি সংসারী হয়ে যান।

একজন রন্ধনশিল্পী হিসেবে নিজেকে অন্য রূপে প্রকাশ করে ফেলেন। রান্নাবান্নার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ করে সফলতার স্বাক্ষর রাখতে শুরু করেন। এবং প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পূরুস্কার প্রাপ্ত হন। এভাবে এগিয়ে যেতে যেতে অনেক বড় ইভেন্ট ভীম প্রতিযোগিতায় বিজয়ী হন।পাশাপাশি করোনা সময়কালীন সময়ে দেশ চিত্র অনলাইন পত্রিকাতে ছোট গল্প, কলাম, কবিতা ও রেসিপি প্রকাশিত হয়।নগর টিভি নিবেদিত রান্নার প্রোগ্রাম তৃপ্তির রান্নাঘর অনুষ্ঠানটি তিনি নিজেই পরিচালনা করেন। বিভিন্ন চ্যানেলে রান্নার শো পরিচালনা করেন। দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো করেন রান্নার বিষয়ক। এই গুনী লেখিকার রান্নার একক তিনটি ব‌ই প্রকাশিত হয়েছে। ছোট গল্পের ব‌ই একটি।এর মধ্যে রাঁধতে রাঁধতে রাঁধুনি ব‌ইটির জন্য ভিন্ন মাত্রা প্রকাশনী থেকে এওয়ার্ড পেয়েছেন ২০২৩ সনে।
গত বছর চল্লিশের উর্ধ্বে নারীর মন ব‌ইটি প্রকাশিত হয়েছে ভিন্ন মাত্রা প্রকাশনী থেকে। এবার রান্নার ব‌ই একটি ও চাণক্য পন্ডিতের নীতি বাক্য বের হচ্ছে একুশের বইমেলায়।এ ছাড়া যৌথ সংখ্যায় অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। শিল্পকলা একাডেমী থেকে বাকশিল্পঙ্গের ১৩ তম আবর্তন সম্পন্ন করেছেন। এবং আবৃত্তি চর্চা চালিয়ে যাচ্ছেন। আবৃত্তির জন্য ও অনেক এওয়ার্ড অর্জন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে কোলকাতা থেকে রান্নার শো করে দু’ বার এওয়ার্ড পেয়েছেন। ছিলেন একজন প্রকৌশলী সময়ের প্রয়োজনে নিজেকে রন্ধন শিল্প, লেখিকা ও আবৃত্তি শিল্পী হিসেবে বহিঃপ্রকাশ করেছেন।
অবশেষে এই গুণী প্রতিভাধর লেখিকা রন্ধন শিল্পী তৃপ্তি রানী বাড়ৈ বাংলাদেশ সহ সারা বিশ্বের অধিকার হারা নির্যাতিত নিপীড়িত আর্ত মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য যুক্ত হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে।
তিনি আশা প্রকাশ করেন এবং আহ্বান জানান আমাদের সমাজের অবহেলিত গরিব অসহায় মানুষের জন্য সমাজের অর্থ বিত্তশালী ব্যক্তিদের সামাজিক কাজে নিজেদের অংশগ্রহণ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ