• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানারিপাড়ায় ভূমিদস্যু আ’লীগ নেতার হয়রানির শিকার সেনা পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে ৩ শহীদের পরিবারের কাছে কেন্দ্রীয় শ্রমিক দল নেতৃবৃন্দ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ষাটোর্ধ্ব অসহায় বিধবা নারীর সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশথর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় পুর্ব শত্রুতার জেরধরে বাড়িঘরে হামলা, ভাংচুর,মালামাল লুট ও গাছ পালা কর্তন/দৈনিক ক্রাইম বাংলা।। জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।


পাবনায় নিখোঁজ শিশু উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা : পরিবারের ক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ জুন, ২০২১


জামিল পাবনা প্রতিনিধি : দীর্ঘ ৩০ ঘন্টা চেষ্টার পর অবেশেষে পাবনার বেড়ায় নিখোঁজ শিশু উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাহবুব হাসান ও বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার গতকাল মঙ্গলবার ( ০৭’ জুন) বিকেল ৪টায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন। এদিকে শিশুকে উদ্ধার না করেই অভিযান শেষ করায় ক্ষোভ প্রকাশ করেছে নিখোঁজ শিশুর পিতামাতা।
সুত্র জানায়, পাবনার বেড়া উপজেলায় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাখোলা গ্রামের কতিপয় বালু দস্যু যমুনা নদী থেকে বালি তুলে পুকুর ভরাট করছিল। নতুন পেঁচাকোলা গ্রামের মো. আযম আলীর ছেলে শিশু আসাদুল্লাহ (৭) এই কাজ দেখার জন্য সেখানে গিয়ে নিখোঁজ হয়। গত ৩০ ঘন্টা পড়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকাবাসী ও নিখোঁজ শিশুটির পরিবার জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার পর থেকে শিশু আসাদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুটির পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে আসাদুল্লাহর খেলার সঙ্গী ও প্রতিবেশী সোহাগ (৭) নামের আরেক শিশু জানায়, সকাল ৮টার দিকে আসাদুল্লাহ ও সে ওই স্থানে বসে পাইপের মাধ্যমে বালু তোলা ও পানি পড়া দেখছিল। এক সময় প্রতিবেশী সোহাগ বাড়ি চলে গেলেও আসাদুল্লাহ ঘটনাস্থলেই বসে থাকে। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। এতে অনেকেই ধারণা করছেন শিশুটি পানি মেশানো বালুর মধ্যে পড়ে ডুবে গিয়ে থাকতে পারে।
এরপর স্বজনেরা বালু পড়ার ওই স্থানে শিশুটিকে খোঁজাখুজি করেন। তাঁরা ব্যর্থ হওয়ার পর বেড়া ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা কোদাল, বেলচা প্রভৃতির সাহায্যে ঘন্টা দুয়েক বালু সরিয়ে শিশুটির খোঁজ পায়নি। শেষে সন্ধায় থেকে রাত একটা পর্যন্ত এবং পরদিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ভেকু মেশিনের সাহায্যে ঐ স্থানের দুইটি পুকুরের বালু সরিয়ে শিশুটিকে আবারও খোঁজা হয়। এ সব চেষ্টার পর বেলা ৪টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
এলাকাবাসী আরও জানান, যমুনা নদী থেকে বালু তোলা পুরোপুরি নিষিদ্ধ। এর আগে প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে বালু তোলা প্রায় বন্ধ ছিল। কিন্তু নজরদারি কমে যাওয়ার সুযোগে অবৈধ বালু উত্তোলনকারীরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ফজর আলীর নেতৃত্বে একটি চক্র নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে আসছে। কোন নিরপত্তা ব্যবস্থা ছাড়াই তারা বালি উত্তোলন করে আসছে।
এ ব্যাপারে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, ‘সোমবার থেকেই শিশুটিকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করেছি। উদ্ধার কাজে যত ররকম কৌশল প্রয়োগ করা দরকার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহোযোগিতায় আমরা তা করেছি। তবে ধারণা করা হচ্ছে ছেলেটি এখানে নেই। নদীর তীরবর্তী হওয়ায় নৌকায় মাইক নিয়ে নদীতে ছেলেটিকে খোঁজা হচ্ছে। শিশুটিকে খুঁজে বেড় করার জন্য আমাদের অভিযান সমাপ্ত করা হয়েছে। বালু ফেলার কাজে ব্যবহৃত জব্দকৃত বাল্কহেড ও পাইপ থানায় আনা হয়েছে।’

নিখোজ শিশুর পিতা মো. আযম আলী সাংবাদিকদের বলেন, আমার ছেলেকে উদ্ধার না করেই অভিযান শেষ করা অমানবিক ও দুখজনক। তিনি উদ্ধার অভিযান চালু রাখার অনুরোধ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page