
মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃবরগুনা জেলা দিন ৬ নং কাজিরাবাদ ইউনিয়নে ১,২,৩ ওয়ার্ড মহিলা মেম্বার চাল দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা আদায় করছে। বিধবা ভাতা,জেলেদের চাল, বিজিএফ নাম দেয়ার নাম কথা বলে গরীব অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
গতকাল রবিবার রাত দশটার সময়। মহিলা মেম্বারের স্বামী স্বপনকে একই ইউনিয়নের মেম্বারদের হাতে টাকাসহ ধরা পড়ে।
স্থানীয়রা জানায়,স্বপন বিভিন্ন সময়ে টাক নিয়ে জেলেদের নাম দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সময় বিধবা ভাতা,জেলেদের চাল, বিজিএফ নাম দেয়ার কথা বলে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। পরে ভুক্তভোগী স্থানীয়, জাকির,লতিফ,জাফর,আলম সহ বেশ কয়েকজনের কাছে ফোন দেয় স্বপন। পরে তারা টাকা নিতে বাড়ি আসতে বললে সেখানে গিয়ে প্রতি জেলেদের কাছ থেকে পনেরশো টাকা করে নেওয়ার সময় ইউনিয়নের মেম্বার দের হাতে ধরা পড়ে স্বপন। এক পর্যায়ে টাকাসহ স্থান ত্যাগ করে।
বিধবা ভাতা,জেলেদের চাল, বিজিএফ নাম দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে অসহায় ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে স্বপন। সুবিচারের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।