• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ,,,,দৈনিক ক্রাইম বাংলা

মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

লিগ ওয়ানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিল পিএসজি। আলো ছড়ালেন আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ক্লাব ব্রুজকে উড়িয়ে গ্রুপ পর্ব শেষ করল মাওরিসিও পচেত্তিনোর দল। প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে আগেই নকআউটের টিকেট নিশ্চিত করা পিএসজি। মেসি ও এমবাপে করেন দুটি করে গোল। শেষ রাউন্ডে গ্রুপের আরেক ম্যাচে লাইপজিগের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। তবে আগের রাউন্ডেই পিএসজিকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়েছিল ইংলিশ দলটির। পিএসজির তাই শেষ রাউন্ড থেকে পাওয়ার তেমন কিছু ছিল না। তবে জয় দিয়ে শেষ করতে পারায় আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বেড়ে গেল তাদের। ঘরোয়া লিগে সবশেষ দুই ম্যাচে ড্রয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও আগের দুই রাউন্ডে জয়হীন ছিল প্যারিসের দলটি।  ব্রুজের বিপক্ষে প্রথম ৭ মিনিটের মধ্যেই এমবাপের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই মুঠোয় নেয় পিএসজি। প্রথম গোলটা আসে ৭০ সেকেন্ডে। বাম দিক থেকে নুনো মেন্দেসের শট পাঞ্চ করে ক্লিয়ার করতে চেয়েছিলেন ব্রুজ গোলরক্ষক সিমোন মিনোলে। কিন্তু বল চলে যায় ছয় গজ বক্সের বাইরে এমবাপের কাছে। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।  চ্যাম্পিয়ন্স লিগে এটি এমবাপের ৩০তম গোল। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী (২২ বছর ৩৫২ দিন) খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বকাপ জয়ী তারকা। আগের রেকর্ডটা ছিল মেসির, ২৩ বছর ১৩১ দিন বয়সে ৩০ গোল করেছিলেন সাবেক বার্সেলোনা তারকা। একটু পরই গোলের সংখ্যাটা বাড়িয়ে নেন এমবাপে। আনহেল দি মারিয়ার ক্রসে ডি-বক্সে প্রথম স্পর্শে ভলিতে বল জালে পাঠান ২২ বছর বয়সী এই ফুটবলার। দ্বাদশ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। মেসির পাস থেকে দি মারিয়ার শট ঠেকান সাবেক লিভারপুল গোলরক্ষক মিনোলে। ২৪তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় ব্রুজ। সিসে সান্দ্রার শট পা দিয়ে ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। একটু পর পাঁচ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা রুখে দেয় সফরকারীরা। প্রথমটায় শট নিতে একটু দেরি করে ফেলেন আর্জেন্টাইন তারকা। কর্নারের বিনিময়ে রক্ষা করেন ডিফেন্ডার মাতা। পরের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ৩৮তম মিনিটে মেসিকে আর আটকে রাখতে পারেনি ব্রুজ। চমৎকার গোলে স্কোরলাইন ৩-০ করেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। এমবাপের পাস ধরে একটু এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ৩৮টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন মেসি, বসলেন ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে। বিরতির আগে হ্যাটট্রিকের সুযোগ আসে এমবাপের সামনে। মেসির পাস ধরে ওয়ান-অন-ওয়ানে উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। ৬৪তম মিনিটে দি মারিয়ার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পরই ব্যবধান কমায় ব্রুজ। সতীর্থের পাস ধরে গোলটি করেন অরক্ষিত বেলজিয়ান মিডফিল্ডার মাটস রিটস। ৭৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন মেসি। তিনি নিজেই প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি আসরে পাঁচ ম্যাচে মেসির গোল হলো ৫টি। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হলো ১২৫। শেষ দিকে এমবাপেকে তুলে নিয়ে মাউরো ইকার্দিকে নামান পিএসজি কোচ। তবে আর গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ। ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। ৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা লাইপজিগ নিশ্চিত করেছে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ