
জাফর ইকবাল মহিপুর প্রতিনিধি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, অসহায়, হত দরিদ্র মানুষের পাশে থেকে নিজামপুর কোস্টগার্ড স্টেশন খাদ্য সহায়তা করলেন।
শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন ৩০০ পরিবার কে মহিপুর থানা দিন নিজামপুরে কোস্টগার্ড স্টেশনেই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাজমুল আহমেদ CPO সবির LS অহিদুল sa1 সাঈদ r o g1শরিফ r e n 1সুজন CK 1ইমরানa b প্রমুখ।
দেশের সংকটময় অবস্থায় সকল বিভেদ ভুলে গিয়ে অসহায় ও কর্মহীন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তারা।