এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের এক বিদ্যালয়ে অজ্ঞাত পরিচয়ে পাওয়া সেই নারীর লাশ শনাক্ত করা হয়েছে। এবং স্বামী খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
অজ্ঞাত ওই নারীর নাম মোসাঃ সিমা বেগম (৪০), তিনি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের বাসিন্দা জালাল মাতুব্বর এর পুত্রবধূ। তার স্বামীর নাম মোঃ রাসেল মাতুব্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
সিমা বেগমের মা রিনা বেগম ও খালু আব্দুল কাদের জানান, আমাদের বাড়ি নোয়াখালী জেলায়। আমরা দীর্ঘদিন ঢাকার দক্ষিণ মুসুন্দী ২১৮ লালমোহন সাইষ্ঠি থাকি। আজ দুই বছরের অধিক হয় আমাদের মেয়ে সিমার সাথে রাসেলের বিবাহ হয়। তখন থেকেই মেয়েকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা নির্যাতন করে আসছিল। পরে জানতে পারি রাসেল এর আগে আরও দুইটা বিবাহ করেছে। তাই তাদের গ্রামের বাড়ি বাউফলে আসতে দেইনি। পরে কিছুদিন না যেতেই আবার জানতে পারি রাসেল আরেকটা বিবাহ করেছে। এদিকে মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলি গত রোববার ফোন করে নিয়ে আসে বাউফলে।
হঠাৎ সোমবার দিন রাত ১২টায় বাউফল থানা থেকে পুলিশ জানালো আমাদের মেয়ের কথা। ঢাকা থেকে থানায় এসে দেখি আমাদের মেয়ের লাশ। আমরা আমাদের মেয়েকে খুনের বিচার চাই।
এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা থানায় আছেন আর এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।