এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারের সবুজবাগ অবস্থিত রনি মেশিনারি এন্ড ইন্জিনিয়ারিং ওর্য়াকসপ মালিকের টাকা চুরি করে পলাতক হয়েছেন ওই ওর্য়াকসপে কাজ করা খোকন নামে এক মিস্ত্রি বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী মোঃ রকিবুল ইসলাম রনি (৩৮), রনি মেশিনারি এন্ড ইন্জিনিয়ারিং ওর্য়াকসপ মালিক। আর ওই ওর্য়াকসপে কাজ করা মিস্ত্রির নাম মোঃ খোকন (৪৩), সে লালমোহন থানার বালুচর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জলিলের ছেলে।
রোববার (৯ই এপ্রিল) অভিযোগকারী মোঃ রকিবুল ইসলাম রনি লিখিতভাবে জানান, আজ থেকে প্রায় ১০ মাস পূর্বে আমার ব্যবসা প্রতিষ্ঠান রনি মেশিনারি এন্ড ইন্জিনিয়ারিং ওর্য়াকসপের জন্য একজন মিস্ত্রি হিসেবে খোকনকে রাখা হয়। এবং কাজ শুরু করার পূর্বে এডভান্স হিসেবে তার ভগ্নিপতি নিরব এর উপস্থিতিতে ৩শত টাকা দামের ষ্ট্যাম্পে সহি স্বাক্ষর নিয়ে ৬২ হাজার টাকা বুঝিয়ে দিয়ে সে বুঝিয়ে পেয়ে কাজ শুরু করেন। এবং প্রতিমাসে মাসে ১৯ হাজার টাকা বেতন ও নাস্তা বাবদ ৩ হাজার টাকা দেওয়া হতো। কিন্তু সে একাধিক বার আমাকে না বলে পালিয়ে তার নিজ বাড়িতে চলে যেতেন। পরে তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতাম কাজ করার জন্য। হঠাৎ আবার পুনরায় সে ২৩ শে মার্চ-২০২৩ খৃষ্টাব্দ রোজ সোমবার ভোরে আমার ব্যবসার ক্যাশে থাকা ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে চলে গেছেন।
আরও জানান, খোকনকে তার বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় তার পরিবারের লোকজনকে চাপসৃষ্টি করি। পরে তার পরিবারের লোকজন দিয়ে আমাকে বলে বেড়ায় আমি নাকি তার কিছুই করতে পারবোনা। তাই আমার টাকা ফেরত সহ তার বিচার দাবি করছি।
এপ্রসঙ্গে অভিযুক্ত মোঃ খোকন বলেন, আমি কোনো টাকা পয়সা নেইনি। তবে সে আমার কাছে ১৯ হাজার টাকা পাবে, আমি তা দিয়ে দিবো।
জানা যায়, খোকন এর পেশাই হলো এখানে কয়দিন ওখানে কয়দিন কাজ করবে। আবার টাকা পয়সা নিয়ে চলে গিয়ে অন্য জায়গায় কাজ করবে। এভাবে একাধিক খারাপ রিপোর্ট রয়েছে তার বিরুদ্ধে।