• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,,

ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,,

রিপোর্টার: / ১১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা): বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে পরাজিত করেছে ভারতকে। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন।

মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ১১তম মিনিটে রাকিব হোসেনের দারুণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন শেখ মোরসালিন। বাম দিক থেকে রাকিবের মাপা পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করেন এই তরুণ তারকা।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ২০ মিনিটে গোলরক্ষক মিতুল মার্মার ভুলে বিপদে পড়লেও হামজা চৌধুরীর মাথা থেকে গোললাইন ক্লিয়ারেন্সে রক্ষা পায় স্বাগতিকরা।
৩৬ মিনিটে তপু বর্মন ও ভারতের বিক্রম প্রতাপের মধ্যে ধাক্কাধাক্কিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে; দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।
৪৩ মিনিটে হামজার শক্তিশালী শট অল্পের জন্য বাইরে চলে যায়।

ভারতের মরিয়া চেষ্টা ব্যর্থ

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করে ভারত। একাধিক পরিবর্তনেও কাঙ্ক্ষিত ফল মিলেনি খালিদ জামালের দলের।
৬০ মিনিটে সামাদ ও ব্রাইসন মাঠে নেমে গোলের সুযোগ তৈরি করেন। সানানের ক্রসে ব্রাইসনের হেড অল্পের জন্য বাইরে গেলে বাঁচে বাংলাদেশ।
৭৯ মিনিটে বাংলাদেশের ইমনের নেওয়া শট সান্ধু কোনোমতে প্রতিহত করেন।

যোগ করা ৬ মিনিট ইনজুরি টাইমে চাপ বাড়ালেও এবার আর ভুল করেনি কাবরেরার শিষ্যরা। ইনজুরি টাইমে গোল হজম করে ম্যাচ হারার যে দুর্ভাগ্য ছিল, আজ বাংলাদেশ তা কাটিয়ে ওঠে।

গ্যালারিতে উন্মাদনা—বাংলাদেশের বছরের শেষ ম্যাচে রোমাঞ্চ

রাত আটটায় শুরু হওয়া ম্যাচটিকে ঘিরে পুরো স্টেডিয়াম ছিল উত্তেজনায় ভরপুর। প্রায় ২২ হাজার দর্শকের সামনে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের আগেই অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন জয় দিয়ে বছর শেষ করার, এবং সেই প্রত্যাশাই পূরণ করল দল।

একাদশে ফিরেই জয়ের নায়ক মোরসালিন

ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান শেখ মোরসালিন। নেপালের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে না খেলা শমিত সোমও ফিরেছিলেন প্রথম একাদশে। তবে কোচ হাভিয়ের কাবরেরার মূল একাদশে ছিলেন না জামাল ভূঁইয়া।

বাছাইপর্বে বাংলাদেশের অবস্থান

পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র এবং পাঁচ পয়েন্ট নিয়ে সি-গ্রুপের তৃতীয় হয়ে বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ।
অন্যদিকে, পাঁচ ম্যাচে কোনো জয় না পাওয়ায় টেবিলের তলানিতে থেকে বিদায় নিল ভারত। সিঙ্গাপুর ও হংকং ইতোমধ্যেই গ্রুপে শীর্ষ দুই দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে।

বাংলাদেশের একাদশ:

মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, মোঃ সাদ উদ্দিন, শমিত সোম।

ভারতের বিপক্ষে এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ