Array ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, – Daily Crime Bangla
  • শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।।

ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,,

রিপোর্টার: / ৭০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা): বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে পরাজিত করেছে ভারতকে। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন।

মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ১১তম মিনিটে রাকিব হোসেনের দারুণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন শেখ মোরসালিন। বাম দিক থেকে রাকিবের মাপা পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করেন এই তরুণ তারকা।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। ২০ মিনিটে গোলরক্ষক মিতুল মার্মার ভুলে বিপদে পড়লেও হামজা চৌধুরীর মাথা থেকে গোললাইন ক্লিয়ারেন্সে রক্ষা পায় স্বাগতিকরা।
৩৬ মিনিটে তপু বর্মন ও ভারতের বিক্রম প্রতাপের মধ্যে ধাক্কাধাক্কিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে; দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।
৪৩ মিনিটে হামজার শক্তিশালী শট অল্পের জন্য বাইরে চলে যায়।

ভারতের মরিয়া চেষ্টা ব্যর্থ

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করে ভারত। একাধিক পরিবর্তনেও কাঙ্ক্ষিত ফল মিলেনি খালিদ জামালের দলের।
৬০ মিনিটে সামাদ ও ব্রাইসন মাঠে নেমে গোলের সুযোগ তৈরি করেন। সানানের ক্রসে ব্রাইসনের হেড অল্পের জন্য বাইরে গেলে বাঁচে বাংলাদেশ।
৭৯ মিনিটে বাংলাদেশের ইমনের নেওয়া শট সান্ধু কোনোমতে প্রতিহত করেন।

যোগ করা ৬ মিনিট ইনজুরি টাইমে চাপ বাড়ালেও এবার আর ভুল করেনি কাবরেরার শিষ্যরা। ইনজুরি টাইমে গোল হজম করে ম্যাচ হারার যে দুর্ভাগ্য ছিল, আজ বাংলাদেশ তা কাটিয়ে ওঠে।

গ্যালারিতে উন্মাদনা—বাংলাদেশের বছরের শেষ ম্যাচে রোমাঞ্চ

রাত আটটায় শুরু হওয়া ম্যাচটিকে ঘিরে পুরো স্টেডিয়াম ছিল উত্তেজনায় ভরপুর। প্রায় ২২ হাজার দর্শকের সামনে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের আগেই অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন জয় দিয়ে বছর শেষ করার, এবং সেই প্রত্যাশাই পূরণ করল দল।

একাদশে ফিরেই জয়ের নায়ক মোরসালিন

ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান শেখ মোরসালিন। নেপালের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে না খেলা শমিত সোমও ফিরেছিলেন প্রথম একাদশে। তবে কোচ হাভিয়ের কাবরেরার মূল একাদশে ছিলেন না জামাল ভূঁইয়া।

বাছাইপর্বে বাংলাদেশের অবস্থান

পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র এবং পাঁচ পয়েন্ট নিয়ে সি-গ্রুপের তৃতীয় হয়ে বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ।
অন্যদিকে, পাঁচ ম্যাচে কোনো জয় না পাওয়ায় টেবিলের তলানিতে থেকে বিদায় নিল ভারত। সিঙ্গাপুর ও হংকং ইতোমধ্যেই গ্রুপে শীর্ষ দুই দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে।

বাংলাদেশের একাদশ:

মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, মোঃ সাদ উদ্দিন, শমিত সোম।

ভারতের বিপক্ষে এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ