• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,,

রিপোর্টার: / ১২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম

রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন থানায় দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলাম। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পরে থানার গেটের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কালশী ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের একাংশ আশ্রয় নিতে বাধ্য হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা মুহূর্তেই অস্থির হয়ে ওঠে, তবে সাধারণ মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিস্ফোরণের সময় এএসআই নুর ইসলাম থানার গেটের সামনে দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণে আহত হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত জোরদার করা হয়েছে।”

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি রাজধানীতে একের পর এক সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। একই রাতে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগের দিন ১৮ নভেম্বর রাতে আগারগাঁওয়ে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন জেলায় ট্রেনের বগি ও গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

ডিএমপি জানায়, রাজধানীজুড়ে টহল, নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দুষ্কৃতকারীদের সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানানো বা জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ