• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা।

আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

রিপোর্টার: / ৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে

ডলারের শক্তিশালী অবস্থান ও যুক্তরাষ্ট্রের আগামী মাসে সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় টানা চতুর্থ দিনের মতো স্বর্ণের দামে পতন ঘটেছে আন্তর্জাতিক বাজারে। মঙ্গলবার সকালে বৈশ্বিক বাজারে স্পট গোল্ড ও ফিউচার্স—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য মূল্যহ্রাস দেখা গেছে।

বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৪ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার্সের দাম ১.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৯.২০ ডলারে নেমে আসে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, “ডলার আজ কিছুটা শক্ত অবস্থানে রয়েছে। পাশাপাশি গত সপ্তাহে জল্পনামূলক কেনাকাটা কমে গেছে। ফলে স্বর্ণবাজার এখন তার অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।”

ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের মূল্যচাপ

পূর্বের সেশনে ডলারের আকস্মিক উল্লম্ফনের পর ডলার সূচক আবার স্থিতিশীল অবস্থানে ফিরেছে। সাধারণত ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে, যার সরাসরি প্রভাব পড়ে স্বর্ণের দামে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দীর্ঘতম সরকারি শাটডাউন সমাপ্তির চুক্তি হলেও সেই সময় প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য প্রকাশ না হওয়ায় ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা আরও দুর্বল হয়ে গেছে।

ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন সোমবার বলেন, সুদের হার কমানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে ‘ধীরে এগোতে’ হবে। এতে বাজারে আগামী মাসে হার কমানোর প্রত্যাশা আরও কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ কমছে

বিশ্লেষকদের মতে, সুদের হার কম থাকলে স্বর্ণ সাধারণত ভালো করে, বিশেষ করে অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে। তবে সাম্প্রতিক অবস্থায় বাজারে স্বর্ণের প্রতি আগ্রহ কমেছে।

এএনজেড ব্যাংকের একটি নোটে বলা হয়েছে, “আগামী মাসে ফেড সুদের হার কমাবে—এমন প্রত্যাশা রাতারাতি ৪২ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে সিদ্ধান্তের পর প্রায় ১০০ শতাংশে ছিল। ফলে স্বর্ণে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে।”

দৃষ্টি এখন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের দিকে

এই সপ্তাহে বাজারের নজর থাকবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলোর দিকে—বিশেষ করে বৃহস্পতিবার প্রকাশ হতে যাওয়া সেপ্টেম্বরের নন-ফার্ম পেরোলস রিপোর্টে, যা স্বর্ণবাজারে নতুন দিকনির্দেশনা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ