Array

মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি প্রসাদপুর ইউনিয়নের গাড়িক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব এম. এ. মতীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দার মাটি ও মানুষের নেতা, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎসহ উপজেলা বিএনপি এবং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শোকসভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও শোকসভায় সভাপতিত্ব করেন প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ মতিন মন্ডল।