
সুমন হোসেন শাওনঃ
কেরানীগঞ্জে আল-ফাতাহ ক্যাডেট মাদরাসায় আজ ৪ জানুয়ারি ২০২৬, সকাল ১০টায় এক আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহজালাল। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক যত গভীর হবে, সমাজ তত আলোকিত ও সমৃদ্ধ হবে।”
বই বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে জানায়,
“নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এই বইগুলো পড়ে আমি অনেক নতুন জ্ঞান অর্জন করতে পারব।”
এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।