মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ প্রেস ক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আলীপুর বিসমিল্লাহ্ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সংগঠনটির শাখা সভাপতি মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ নওরোজ হিরা ও গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র সম্পাদক মাইনুদ্দিন আল আতিক।
প্রধান অতিথির বক্তব্যে মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বি বলেন, ‘সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের কাজ। আমি আশা করি বাংলাদেশ প্রেস ক্লাব কলাপাড়া উপজেলা শাখার সকল সাংবাদিকবৃন্দ সত্য সংবাদ প্রকাশ করবে।’
বিশেষ অতিথি সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও মানবতার স্বার্থে কাজ করতে হবে এবং সমাজের সকল অন্যায় ও অনিয়মকে রুখে দিতে আমাদের কলম চালাতে হবে।’
এসময় দৈনিক কলাপাড়ার বার্তা’র সম্পাদক মোঃ মনিরুজ্জামান, জেলা প্রেসক্লাব (পটুয়াখালী)-এর সদস্য শামীম ওসমান হীরা, সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, আমার খবর ডটকম’র মহিপুর প্রতিনিধি মোঃ ফাইজুর রহমান ও সংগঠনটির উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে বাংলাদেশ প্রেস ক্লাব কলাপাড়া উপজেলা শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।