• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আগুনে পুড়ে তিন দোকান ভস্মীভূত।। দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকম এর ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও কাওসার হামিদ/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জমি জমা নিয়ে বিরোধে নারীসহ ১৩জনকে পিটিয়ে কুপিয়ে আহত/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার / ২২২ পঠিত
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় এলজিইডি’র অব্যবহৃত লোহার ব্রিজ বিক্রি করে অর্থ আত্মসাৎ সহ ধুলাসারের ইউপি চেয়ারম্যানের একাধিক দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করলেন একই ইউনিয়ন পরিষদের সদস্যরা।

শনিবার(১০জুন) সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ কবিরুল ইসলাম খলিফা। এ সময় পরিষদের সাধারণ সদস্য নুরুদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সদস্য মলি বেগম ছাড়া অপর ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কবিরুল ইসলাম খলিফা বলেন, ইউনিয়ন পরিষদের গোডাউন ভবন হইতে সামনের পাকা রাস্তা পর্যন্ত এলজিইডি’র নির্মিত অব্যবহৃত লোহার ব্রিজ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করে আত্মসাৎ করেন চেয়ারম্যান। এছাড়া ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে ১৭৪৮ জন জেলের বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল বিতরণে মাথাপিছু ২০০ টাকা করে পরিবহন খরচের নামে আদায় করছেন চেয়ারম্যান। ইতিমধ্যে ৮ নং ওয়ার্ড থেকে বারো হাজার টাকা আদায় করে পকেটস্থ করেছেন তিনি। অন্য ওয়ার্ডের টাকা আদায় না হওয়ায় অদ্যবধি জেলেদের মাঝে চাল বিতরণ করেননি তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে কোন মাসিক সভা না করে, স্থানীয় সরকার আইন তোয়াক্কা না করে, পরিষদের নির্বাচিত সদস্যদের বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সরকারি সকল সেবা সুবিধার তালিকা তৈরি ও বিতরণ করছেন তিনি।

ইউপি সদস্য কবিরুল ইসলাম খলিফা আরও বলেন, ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস পালন করা নাজায়েজ বলে মন্তব্য করে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা অনুষ্ঠান এবং কালোবাজ ধারণ থেকে বিরত থেকেছেন ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম। ইতিপূর্বে চেয়ারম্যানের এমন বিরূপ মন্তব্য গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনার ঝড় উঠে। এছাড়া সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎসহ ইউনিয়ন পরিষদের পাশে মসজিদ নির্মাণ নিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ বিষয়ে ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, মেম্বারদের চাল চুরি করতে না দেয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ