• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত আবহাওয়ার পূর্বাভাসে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক,,,,দৈনিক ক্রাইম বাংলা আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে রপ্তানি আয় বাড়লেও বাজার সমপ্রসারণে ব্যর্থতা: বিশেষজ্ঞদের উদ্বেগ বদলগাছীতে ইউপি সদস্যের বিরুদ্ধে একতরফা ভাবে সালিশ করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় রাখাইনরা পালন করছে প্রবারনা পূর্ণিমা উৎসব/দৈনিক ক্রাইম বাংলা।।

কুয়াকাটার ভাঙ্গন ঠেকাতে দ্রুত গতিতে চলছে সৈকত রক্ষার কাজ/দৈনিক ক্রাইম বাংলা।।

মো.নাহিদুল হক / ১৭৮ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুন, ২০২৩

সাগরকন্যা কুয়াকাটার ভাঙ্গন রোধ প্রকল্পে দ্রুত গতিতে সৈকত রক্ষণাবেক্ষনের কাজ চলছে। সম্প্রতি সরকারি অর্থায়নে পানি উন্নয়ন কোর্ড এ কাজটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ১ কোটি ৯৭ লক্ষ টাকায় ন্যাচারাল কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। সাগরের জিরো পয়েন্ট থেকে পূর্বে নয়শো ও পশ্চিমে দুইশো মোট ১১’শ মিটার পর্যন্ত ২৩ হাজার জিওব্যাগ ও টিউবের মাধ্যমে সাগর ক‚লে ¯েøাভ প্রটেকশন দেয়া হবে। বীচের পাড় ঘেষে জিওব্যাগ দেয়াতে এবারের প্রটেকশন
ব্যবস্থাটি দীর্ঘ মেয়াদি হবে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে, আগামী জুন পর্যন্ত সময় সীমা থাকলেও জরুরি প্রয়োজনে দ্রæত এ কাজটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাচারাল কন্সট্রাকশন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, সাগরের অব্যাহত ঢেউয়ের ভাঙ্গন থেকে কুয়াকাটার বীচকে রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সাগর ক‚লে জিওব্যাগ দিয়ে চার লাইনের প্রটেকশন দেয়ায় বীচ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ