
মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব
মানহানি, অপমান বা কটূক্তির অভিযোগে সাইবার সুরক্ষা আইন ব্যবহার করে মামলা করার সুযোগ নেই—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
ফয়েজ আহমদ তার পোস্টে লিখেছেন, “নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর কোনো ধারায় মানহানি মামলার সুযোগ নেই। হেট স্পিচ যদি সহিংসতা সৃষ্টি করে কিংবা সহিংসতার ডাক দেয়, তখনই মামলার সুযোগ রয়েছে—তার আগে নয়।”
তিনি আরও বলেন, “মানহানি, সম্মানহানি, কটূক্তি বা অপমানের মতো অভিযোগের নাম করে সাইবার আইন অপব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। তাই সাইবার অধ্যাদেশের নাম করে যেন কেউ মানহানির মামলা না করে এবং আইনটি যেন কোনোভাবেই অপব্যবহার না হয়—সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।”
প্রসঙ্গত, চলতি বছরের ২২ মে সরকার সাইবার অপরাধ প্রতিরোধ ও অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি করে। পরে এটি গেজেট আকারে প্রকাশিত হয়। নতুন এ আইনটি পূর্ববর্তী ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করে সাইবার নিরাপত্তায় আধুনিক ও সুষম কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।