নিজস্ব প্রতিবেদক নেছারাবাদ থেকেঃ ভাগ্য যাহার সহায় হয় সে যেন প্রতিটি কার্যক্রমে সফলতা পায়। মানুষের ভাল বাসার কাছে নিজেকে বিলিয়ে দিতে পিছু পা হাটতে নারাজ তিনি। সে আর কেউ নয় গুয়ারেখা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আ:রব সিকদার ও তার পরিবার ।
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়, গুয়ারেখা ইউনিয়নে ইউপি উপনির্বাচন আগামী ১৭ ই জুলাই নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরই সকল প্রার্থীগন গণসংযোগ ও উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীগণ।
যে কিনা আওয়ামীলীগ পরিবার হিসেবে নিজের প্রতিটি কার্যক্রমমিছিল মিটিং সভা করেছেন তা ছিল চোখে পড়ার মত। নিজের জায়গা জমি বিক্রী করে মানুষের দুঃখকে কিছুটা লাগব
করার জন্য মানুষের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেন। জনগণও তাহার ভালো বাসায় সিক্ত হয়ে তাহার পিছনে জনস্রোত নামে। তিনি পরপারের ডাকে চলে যান। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তিনি চলে যাওয়ায় গুয়ারেগা ইউনিয়নে ইউপি উপ নির্বাচন। বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় না থাকার সময় রাজ পথে মামলা হামলার স্বীকার হতে হয়েছে তিনি সহ তার পরিবারকে ।
নিজ সন্তানদের থেকেও নিজ এলাকার লোকদের বা নিজ নির্বাচনী কর্মীদের ভালো বাসেন তিনি। তার কাছ থেকেই শিক্ষা নিয়ে ভোটের মাঠে তার পুত্রবধু।এই মুক্তিযোদ্ধার পরিবারের কাছ থেকে এ এলাকার গরীব পিতার মেয়েদের বিবাহের সময় অথবা গরীব লোকদের চিকিৎসা সেবা সহ
খেলাধূলা সাংস্কৃতিক অনুষ্ঠান ফেষ্টুন গেটসহ সামাজিক কাজের জন্য কেউ গেলে খালি হাতে ফিরতে হয়েছে এমন নজির নেই । ফারজানা আক্তার দিবা আফাকে সাদা মনের মানুষ হিসেবে তিনি সামাজিক ও রাজনীতিপ্রত্যেকটি কার্যক্রমে অংশ গ্রহন করেন ।
গুয়ারেখা ইউনিয়নের নৌকা মার্কার পদপ্রর্থী ফারজানা আক্তার দিবা তিনি বলেন ভাই, আল্লাহ আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে মানুষের জন্য কিছুকরতে পারলে আমার ভালো লাগে। ভোটের জন্য নয় বা আমাকে কেউ কিছু দিবে তাহার জন্য নয়।গরীব মেহনতি মানুষের পাশে এসে দাঁড়াবার চেস্টা করেছি। এই ইউনিয়নের রাস্তাঘাট
কালবার্ড, স্কুল মসজিদ, মাদরাসা, উন্নয়ের স্বার্থে জনগণ যদি আমাকে চেয়ারম্যাননির্বাচিত করে যা কিছু করার দরকার আমি করব।