নুরুল আমিন, নিজস্ব প্রতিবেদক ঃলালমোহনে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিয়ের কাবিন ভাইরাল হয়েছে। ছেলের ৬০ লক্ষ টাকা বিয়ের কাবিন শিক্ষকের ফেসবুক আইডিতে পোস্ট করার পর এটি ভাইরাল হয়ে যায়। এটি এখন লালমোহনের আলোচিত বিষয়- টক অব দি টাউন। বুধবার (১২ জুলাই) দিনগত রাত থেকেই বিষয়টি ফেসবুকে ব্যপকভাবেছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়।
লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের ছেলে ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোসনা বেগমের মেয়ের মধ্যে এই বিয়ে হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জের ধরে তারা দুজনে পরিবারের অজ্ঞাতে গত ২ মার্চ ঢাকায় নোটারী পাবলিকের মাধ্যমেও ১লক্ষ টাকা দেনমোহরে করেছিল।
পরবর্তীতে দুই পরিবারে বিষয়টি জানাজানি হলে নানান কথাবার্তার পরে ৬০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে কাবিন হয়। তাতে ৩৫ লক্ষ টাকা উসুল দেখানো হয়েছে।
বিয়ের পূর্বাপর সকল ডকুমেন্ট তৈয়ব মাস্টার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক তোলপাড় শুরু হয়। বিয়ের আনুষ্ঠানিকতার দৃশ্যও তিনি পোস্ট করেছেন। তৈয়ব মাস্টারের স্ত্রী ডাওরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ফেসবুকসহ নেট দুনিয়ায় নানান প্রশ্নের ঝড় ওঠে। শিক্ষকের ছেলের বিয়ের কাবিন ৬০ লক্ষ টাকা হলে তার মাসিক আয় কত? তিনি কত কোটি টাকার মালিক? আলোচনার ঝড় থেকে বাদ পড়েনি মেয়ের পরিবার। অনেকে দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ নিউজ লেখা পর্যন্ত এ বিষয়ে কথা বলার জন্য দুই পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে তৈয়ব মাস্টারের পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শুভাকাঙ্ক্ষী জানান, প্রেমের জালে জড়িয়ে পড়া একমাত্র ছেলের জীবন বাঁচাতে বিপাকে পড়ে মেয়ে পক্ষকে ৬০ লক্ষ টাকার কাবিন দিলেন লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৈয়ব মাস্টার। পিতা হিসেবে ছেলের জন্য জীবনের সর্বোচ্চ রিক্স নিলেন। এমন পিতার, এমন শিক্ষকের তুলনা হয় না।