• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

ভোলায় বর্ষা সেরা সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন হাসান পিন্টু/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ১৬৮ পঠিত
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহন প্রেসক্লাবের বার্তা সম্পাদক হাসান পিন্টু দৈনিক ভোলা টাইমসের বর্ষ সেরা সাংবাদিক নির্বাচিত হলেন। ভোলা টাইমসের প্রতিনিধি সম্মেলনে হাসান পিন্টুকে বর্ষ সেরা সাংবাদিক সম্মাননা তথা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
হাসান পিন্টু এসএ টিভি, মানবজমিন, ভোলা টাইমস, ডেইলি অবজারবার, ডেইলি বাংলাদেশসহ অন্যান্য মিডিয়ায় সুনামের সহিত দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন। এছাড়া অত্যন্ত আন্তরিকতার সঙ্গে লালমোহন দ্বীপ সংবাদ নামে একটি মাসিক পত্রিকা বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নিয়মিত প্রকাশ করে আসছেন।
বহুমুখী প্রতিভার অধিকারী মেধাবী তরুণ হাসান পিন্টু সমাজের কল্যাণ ও মানবিক সংবাদ পরিবেশনে অত্যন্ত আন্তরিক। গত এক বছরে পত্রিকাটির সকল পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ প্রতিবেদন করায় তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার (১৫ জুলাই) দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি। সাংবাদিক হাসান পিন্টু ২০১৫ সাল থেকে দৈনিক ভোলা টাইমসে লালমোহন প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওই পত্রিকার লালমোহন ব্যুরো চীফের দায়িত্ব পালন করছেন।
নিজের এই অর্জনের ব্যাপারে সকল সহকর্মী সাংবাদিকের প্রতি সন্তোষ প্রকাশ করে হাসান পিন্টু বলেন, সাংবাদিকতা একটি আদর্শ পেশা। আমি এ পেশায় একজন আদর্শ মাধ্যমিক হতে চাই। তাই কাজ করে যাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য চেষ্টা নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে। যাতে পেশার মর্যাদা রাখতে পারি।
নিজেকে একজন দক্ষ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার আশা প্রকাশ করে হাসান পিন্টু আরো বলেন, সংবাদ একটি নেশা, আমার কাছেও তেমনই। তাই বর্তমানে আমি এর পিছনে ব্যাপকভাবে সময় দিচ্ছি। এখানে জানার কোনো শেষ নেই, প্রতিদিন শিখছি। সকলের ভালোবাসায় আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করবো। এছাড়া, ভোলা টাইমস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাধ্যমে পত্রিকার সংশ্লিষ্টরা সংবাদ সংগ্রহ ও তৈরির প্রতি আমাকে আরো উৎসাহী করেছেন। আমি সকল সহকর্মী সাংবাদিক ভাইয়ের সহযোগিতা ও দোয়া কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ