• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

দেশে শান্তি ও উন্নয়নের ধারা চলমান রাখতে শেখ হাসিনার বিকল্প নাই’/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৭৮ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর বাজার, মসলেমপুর, হরিণগাছি, কাগহাটি, ভাদালিয়াপাড়া, ঝাউদিয়া, চুনিয়ামোড়, দিঘলকান্দি ও আশেপাশের এলাকায় গণসংযোগ ও পথসভা করেন, সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের পুত্র ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন। তিনি বলেন, দেশে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তথা নৌকা মার্কার কোন বিকল্প নাই।

বিকালে চুনিয়া মোড় বাজারে পথসভায় তিনি সকলের কাছে নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য আবোরো নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসাবে তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত মতবিনিময় সভা করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি বুধবার বিকালে এ গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে  তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের হাতে দেশ ও দেশের মানুষ কখনো নিরাপদ ছিলোনা। তারা আবারো লূটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য নানা ফন্দি ফিকির শুরু করেছে। যতই ষড়যন্ত্র হোক আমরা স্বাধীনতা বিরোধী চক্রের হাতে দেশকে তুলে দিতে পারিনা। তাই নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বাবলু, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন,  উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক, কৃষকলীগের সভাপতি শরীফ উদ্দিন, আবদুর রশিদ মেম্বার, মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলমগীর, আওয়ায়ামীলীগ নেতা  রিফাজ উদ্দিন  প্রমুখ। বক্তারা বলেন, এজাজ আহমেদ মামুন অবিরামভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত মানুষের দুয়ারে দুয়ারে শান্তি ও উন্নয়নের বার্তা পৌছে দিয়ে গণ-জোয়ারের সৃষ্টি করেছেন। তাই বক্তাগণ আগামীদিনে তারমত তরুণ, উদ্দিপ্ত  এই নেতার পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ