• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


ঘাতকচক্র বাঙালি জাতির পিতাকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি– এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ১৫৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩


নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহনে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় শোক দিবসের কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর লালমোহন চৌরাস্তার মোড়ে শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন। শোক সভা শেষে প্রায় দশ হাজার লোক নিয়ে বিশাল শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিটি লালমোহন চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্বে ছিলেন এমপি শাওন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শাওন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, বাঙ্গালী জাতির পিতাসহ তার পরিবারের সকল সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনি ও ঘাতকচক্র নির্মমভাবে হত্যা করে বাংলাদেশ থেকে শেখ মুজিবরের নাম মুছে ফেলতে চেয়েছিল। আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৫ সালের আজকের এই দিনে বাঙালি জাতি হারিয়েছে বাংলার ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকচক্র বাঙালি জাতির পিতাকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।
এমপি শাওন আরো বলেন, স্বাধীন সার্বভৌম রাস্ট্র প্রতিষ্ঠার জন্য জাতির পিতা আজীবন সংগ্রাম করে গেছেন।
বাঙালিদের অধিকার আদায়ের জন্য এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সবসময় তিনি সংগ্রাম করে গেছেন। তারই কন্যা বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের মেঘা প্রজেক্ট বিভিন্ন উন্নয়নে যখন আমরা এখন ম্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তখনই স্বাধীনতা ও উন্নযন বিরোধীচক্র এখন দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র করতে শুরু করেছে। স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে মোকাবেলা করতে লালমোহন তজুমদ্দিনবাসী সবসময় প্রস্তুত রয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জুহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, আবুল হাসান রিমন, উপজেলা কৃষকলীগ সভাপতি মোখলেছ বকসী, সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ