• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক মুক্ত সমাজ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনের সাচড়ায় ইউনিয়নে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে জরুরি ব্যবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। মানবিক ও চিকিৎসা সেবা কার্যক্রমে নেপালে আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেলেন মুহাম্মদ রাজ ও ইএনটি স্পেশালিস্ট ডা. মোঃ মশিউর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।। ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।।


লালমোহনে ঋণ নিয়ে ফেরার পথে টাকা ছিনতাই।। দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৪ পঠিত
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪


স্টাফ রিপোর্টার: 
ভোলার লালমোহন উপজেলায় ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন মোসা. রাশেদা বেগম নামে অসহায় এক নারী। বুধবার লালমোহন পৌরসভার ওয়েস্টার্ণ পাড়ার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার স্বনির্ভর রোডের বাসিন্দা অন্ধ মো. নূর ইসলামের স্ত্রী। ঋণের টাকা ছিনতাই হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই নারী।
রাশেদা বেগম বলেন, দুই লাখ টাকার মতো সুদের দেনা রয়েছে। ওই সুদের লাভের টাকা পরিশোধের জন্য গ্রামীণ ব্যাংক লালমোহন শাখা থেকে ৩৩ হাজার তিনশত টাকা ঋণ নেই। বুধবার বিকাল ৩ টার দিকে ওই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওয়েস্টার্ণ পাড়ার কাঠেরপুলের ওপর উঠার সময় হেলমেট পরা অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল চালক আমাকে দাঁড় করান। এ সময় ওই মোটরসাইকেল চালক বলেন- ঋণের স্বাক্ষর বাকি রয়েছে, এ জন্য আমাকে আবার অফিসে যেতে হবে। এসব কথা বলে আমার থেকে টাকা নিজের কাছে নিয়ে নেয় ওই অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল চালক। টাকা হাতে নিয়েই দ্রুত মোটরসাইকেল চালিয়ে চলে যান তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনার পর থানায় গিয়ে বিষয়টি জানিয়েছি। আমি এমনেতেই নানান দেনায় জর্জরিত। এই টাকা কিভাবে পরিশোধ করবো তা বলতে পারছি না। আমার স্বামীর দুই চোখই অন্ধ। পরিবারের সকলকে নিয়ে থাকছি অন্যের জমিতে তোলা ঝুপড়ি ঘরে। এমন অবস্থায় ছিনতাইকারী আমার টাকাগুলো নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আমি ওই ছিনতাকারীকে শনাক্ত করার দাবি জানাচ্ছি।
গ্রামীণ ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, রাশেদা বেগম ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে শুনেছি। আইনের তদন্তের ক্ষেত্রে আমাদের সহযোগিতার দরকার হলে তা করবো।
এ বিষয়ে লালমোহন থানার এসআই মো. আরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় এসে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। এরপরই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ওই ছিনতাইকারীকে শনাক্তের সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ