• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে দূদকের মামলায় স্ত্রীসহ কারাগারে শাহাজান আবচারী/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১১৭ পঠিত
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজার শহরের আলোচিত ও আত্মস্বীকৃত ইয়াবা কারবারি শাহজাহান আনসারী ও তাঁর স্ত্রী জিগারুন্নেছা জিনিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দূর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলার শুনানী শেষে জামিন  মঞ্জুর না করে কক্সবাজারে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: শাহীন উদ্দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন,  কক্সবাজারে দায়িত্বরত দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি এডভোকেট আবদুর রহিম জানান, দুদকের মামলা নাম্বার ২ এবং ৩ এর আসামী শাহজাহান আনচারী এবং তার স্ত্রী জিগারুন্নেছা জিনিয়াকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে স্পেশাল জজ মো: শাহীন উদ্দিনের আদালত। ২৭ ফেব্রুয়ারী বিকালে দীর্ঘ শুনানী শেষে আদালত আসামীদের না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে দুদক আইনে এজাহার দায়েরের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মামলার পর এজাহারকারী কর্মকর্তা বাদে অন্য কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে এজাহারের কপি, তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগের পত্র পাঠানোর জন্য কক্সবাজার কার্যালয়ের উপপরিচালককে নির্দেশ দেয় কমিশন। পরে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।
শাহজাহান ও তাঁর স্ত্রী জিগারুননেছার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহানকে উভয় মামলায় আসামি করা হলেও তাঁর স্ত্রীকে একটিতে অভিযুক্ত করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানকালে সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, শাহজাহানের মোট সম্পদ ৩ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১৫৭ টাকা। এর মধ্যে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৪৮০ টাকা। পাশাপাশি স্ত্রী জিগারুননেছার মোট সম্পদ ৮৮ লাখ ১০ হাজার ৮৯০ টাকা। এর মধ্যে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ৮৫ লাখ ১৫ হাজার ৬২৫ টাকার।
উল্লেখ্য ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে আত্মসমর্পণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও আত্মস্বীকৃত ১০২ ইয়াবা কারবারি। তাদের মধ্যে অন্যতম শাহজাহান আনসারী। এর পরই শাহজাহান ও তাঁর পারিবারিক সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ