• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

সোনাইমুড়ীতে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ/দৈনিক ক্রাইম বাংলা।।

ম.ব.হোসাইন নাঈম।। / ১৭৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে চাটখিল সোনাইমুড়ী আসনের সাংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপির দিক নির্দশনায় সোনাইমুড়ীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন, তরমুজ ও হাত পাখা বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। চলমান তীব্র তাপদাহে মানুষের কষ্ট লাঘবে সোনাইমুড়ী বাজারের নোয়াখালী-চাটখিল রোডের কয়েক শত শ্রমজীবী মানুষের মাঝে এইসব সামগ্রী বিতরণ করা হয়।
সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন শামীমের সঞ্চালনায় বিতরণ স্থলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহিম শামীমসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময় সোনাইমুড়ী বাজার এলাকার দিনমজুর, রিক্সা চালক, সিএনজি চালকসহ কয়েকশো তৃষ্ণার্ত পথচারীদের মাঝে তৃষ্ণা নিবারণ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিক্সা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে এইসব সামগ্রী বিতরণ করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এই বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন শামীম বলেন চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে‌। তাই আমরা সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারী, রিক্সা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন,তরমুজ হাতপাখা বিশুদ্ধ পানি বিতরণ করেছি।আমাদের চলমান এই কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী সকলের উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ করেছে।রিকসা চালকরা বলেন আমাদের মতো রিকশা চালককে খাবার স্যালাইন ও পানি দেয়ায় উপকার হচ্ছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বলা হয় এই তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি করে গাছ লাগানো এবং সমাজের বিত্ত্ববানরা সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ