কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়-ক্ষতি মোকাবেলায় জলবায়ু তহবিলের দাবিতে কলাপাড়ার মিশ্রিপাড়ায় ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় স্কুল প্রাঙ্গনে এক সমাবেশ শেষে এ সাইকেল র্যালি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম।
বক্তারা জানান, দীর্ঘকাল ধরে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমগ্র বিশে^ হলেও বাংলাদেশের মতো দেশগুলো এর ভয়াবহ পরিনতি ভোগ করছে সবচেয়ে বেশি। তাই উন্নত দেশগুলো যথাযথ ক্ষতিপুরন তহবিল প্রদান করবে এটি আমাদের প্রত্যাশা। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর একটি আলাদা তহবিল গঠনের দাবি করছি।