• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত আবহাওয়ার পূর্বাভাসে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক,,,,দৈনিক ক্রাইম বাংলা আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে রপ্তানি আয় বাড়লেও বাজার সমপ্রসারণে ব্যর্থতা: বিশেষজ্ঞদের উদ্বেগ বদলগাছীতে ইউপি সদস্যের বিরুদ্ধে একতরফা ভাবে সালিশ করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

পটুয়াখালীর কলাপাড়ায় দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার ঘুষ ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯৫ পঠিত
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়া প্রতিনিধ । কলাপাড়া উপজেলার দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার ঘুষ ও দুর্নীতির অভিযোগে বাতিলকৃত নিয়োগ পুনঃবহালের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হযেছে। রবিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: মো. তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক ফরুকি, দৌলতপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. তৌয়বুর রহমান, গোলাম মাওলা,দৌলতপুর আদর্শ গ্রাম বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ফারুক খান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে দৌলতপুর আদর্শ গ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান লিখিত বক্তব্য পাঠ করে বলেন, মাদ্রাসার নৈশ প্রহরি পদ এবং নতুন সৃষ্ট সহ মোট ৭টি পদ শূন্য হয়। ঐ ৭ টি পদে নিয়োগ দেওয়ার জন্য নানা সময়ে নানা জনে সভাপতি হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করেন। নিয়ামানুযায়ী মূল কমিটি গঠনের জন্য এ্যাডহক কমিটি গঠিত হয়। ঐ কমিটি তৎকালীন প্রভাবশালীদের ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের মনঃপুত না হওয়ায় তাদের ইচ্ছানুযায়ী এলাকাবাসীর তোয়াক্কা না করে পুনরায় এ্যাডহক কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের পছন্দ অনুযায়ী কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবিরকে। শুরু হয় ঐ ৭ টি পদে নিয়োগের জন্য দুর্নীতি ও ঘুষ বানিজ্যের পরিকল্পনা। এসময় লিখিত বক্তব্যে দুর্নীতির তিনটি ও ঘুষের দেন দরবারের তিনটি করে বিভিন্ন বিষয় উল্লেখ করেন। লিখিত বক্তব্য পাঠ করে তিনি আরও বলেন, ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় ডিজি মহোদয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করেন। তারই প্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারির ৩০ তারিখে কমিটি, শিক্ষক এবং দাতা ও এলাকাবাসির সম্মতিক্রমে মাদ্রাসা অফিস কক্ষে মিটিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে একটি রেজুলেশন করা হয়। ঐ রেজুলেশনে নিরাপত্তা প্রহরী আল আমিনের বাবা হাফেজ সিদ্দিকুর রহমান স্বাক্ষর প্রদান করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬ ফেব্রæয়ারি ২০২৪ তারিখে মাদ্রাসায় উপস্থিত হয়ে স্ব-স্ব পদ থেকে চাকরি প্রাপ্তিরা তাদের পদত্যাগ পত্র দাখিল করেন। যা ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতি ক্রমে গ্রহীত হয়ে ২২ ফেব্রæয়ারি ২০২৪ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাতিল সম্পন্ন হয়েছে বলে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে পদত্যাগ করা প্রার্থীরা ঐ ঘুষ ও দুর্নীতিগ্রস্থ নিয়োগ পুন:বহাল করার জন্য মাদ্রাসা অধিদপ্তরে একটি আবেদন দাখিল করেন। যার কারনে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ঘুষ বানিজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন।
এ বিষয়ে দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমি কোন ঘুষ দুর্নিতির সাথে জড়িত নই। ডিজি মহোদয়ের নির্দেশনায় ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তারা সবাই অব্যাহতি দিয়েছে। শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। আজকে যারা সংবাদ সম্মেলন করেছে তাদের দাবির স্বপক্ষে আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ