• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত আবহাওয়ার পূর্বাভাসে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক,,,,দৈনিক ক্রাইম বাংলা আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে রপ্তানি আয় বাড়লেও বাজার সমপ্রসারণে ব্যর্থতা: বিশেষজ্ঞদের উদ্বেগ বদলগাছীতে ইউপি সদস্যের বিরুদ্ধে একতরফা ভাবে সালিশ করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় রাখাইনরা পালন করছে প্রবারনা পূর্ণিমা উৎসব/দৈনিক ক্রাইম বাংলা।।

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নেপালে ১৪৮ জনের মৃত্যু,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কাঠমান্ডু, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ) : নেপালের বন্যা কবলিত রাজধানীর বাসিন্দারা কাদায় ঢাকা বাড়িগুলোতে ফিরে আসতে শুরু করেছে। দেশটিতে এই দুর্যোগে কমপক্ষে ১৪৮ জন নিহতের খবর পাওয়া গেছে এবং রোববার ক্ষয়ক্ষতি নির্ণয় শুরু হয়েছে।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়া জুড়ে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা এবং ভূমিধস স্বাভাবিক ঘটনা, তবে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাতের পরিমাণ বাড়াচ্ছে।
রাজধানী কাঠমান্ডুর মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলোতে আকস্মিক বন্যা এবং শহরটিকে নেপালের বাকি অংশের সঙ্গে সংযোগকারী মহাসড়কগুলো ব্যাপক ক্ষতির পাশাপাশি সপ্তাহ শেষে কাঠমান্ডুর পুরো এলাকা প্লাবিত হয়ে যায়।
নদীর তীরবর্তী একটি এলাকায় বসবাসকারী ৪০ বছর বয়সের কুমার তামাং এএফপিকে বলেন, শনিবার মধ্যরাতের পর তার ঘরে পানি ঢুকে পড়ায় পরিবারসহ তাকে অন্যত্র চলে যেতে হয়েছিল। ‘আজ সকালে আমরা ফিরে এসেছি এবং সবকিছু অন্যরকম দেখাচ্ছে।’
তিনি আরো বলেন, আমরা আমাদের বাড়ির দরজাও খুলতে পারিনি, কাদায় আবদ্ধ হয়ে গিয়েছিল। গতকাল আমরা ভয় পেয়েছিলাম যে বন্যার পানিতে আমাদের জীবন যাবে, কিন্তু আজ আমাদের কাছে পরিষ্কার করার মতো পানি নেই।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, সারা দেশে ১৪৮ জন নিহত হয়েছে এবং আরও ৫৯ জন এখনো নিখোঁজ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষি রাম তিওয়ারি এএফপিকে বলেন, কাঠমান্ডুকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ধ্বংসাবশেষে অবরুদ্ধ বেশ কয়েকটি হাইওয়ে পরিষ্কার করতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। তিন হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি এএফপিকে জানান, নিহতদের মধ্যে অন্তত তিনটি গাড়িতে ৩৬ জন আরোহী ছিলেন এবং কাঠমান্ডুর দক্ষিণে একটি হাইওয়েতে ভূমিধসের ফলে তারা মাটি চাপা পড়ে মারা যায়।
দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্টকে জানিয়েছে, রাজধানী যে উপত্যকায় মধ্যে সেখানে শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ২৪০ মিলিমিটার (৯.৪ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১৯৭০ সালের পর এটি কাঠমান্ডুতে রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল।
কাঠমান্ডুর মধ্য দিয়ে বয়ে যাওয়া বাগমতী নদী এবং এর অসংখ্য শাখা নদী শনিবার মধ্যরাতের পর তীর ভেঙে আশেপাশের বাড়িঘর ও যানবাহন প্লাবিত করে।
উঁচু স্থানে উঠতে বুক সমান পানি পেরিয়ে আসতে হিমশিম খেতে হয় বাসিন্দাদের। কাঠমান্ডুর আরেকটি প্লাবিত এলাকায় বসবাসকারী বিষ্ণু মায়া শ্রেষ্ঠা জানান, বাঁচার জন্য তাদের বাড়ির ছাদে উঠতে হয়েছে।
শ্রেষ্ঠা এএফপিকে বলেন, আমরা নিরাপত্তার জন্য এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়েছিলাম এবং অবশেষে উদ্ধারকারীরা আমাদের উদ্ধার করতে নৌকা নিয়ে এসেছিল।
হেলিকপ্টার ও স্পিডবোটের সাহায্যে উদ্ধারকাজে সহায়তার জন্য তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো র‌্যাফট ব্যবহার করে জীবিতদের নিরাপদে টেনে নিচ্ছে।
শুক্রবার সন্ধ্যা থেকে ১৫০ টিরও বেশি ফ্লাইট বাতিল করার পরে রোববার সকালের মধ্যে কাঠমান্ডুতে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল আবার শুরু হয়েছে।
গ্রীষ্মকালে দক্ষিণ এশিয়ায় বার্ষিক বৃষ্টিপাত ৭০-৮০ শতাংশ বৃদ্ধি পায়।
এ বছর বৃষ্টিপাতের কারণে নেপালে ২৬০ জনের বেশি মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ