আমতলী(বরগুনা)প্রতিনিধি ঃ
বরগুনার আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের সিফাত ফকির (২০)নামের এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে।জানাগেছে,উপজেলার পুজাখোলা গ্রামের সোনা মিয়া ফকিরের ছেলে সিফাত ফকির শনিবার সকালে ঘুম থেকে জেগে সাংসারিক কাজকর্ম সম্পন্ন করেন। পরে তিনি তার কক্ষে প্রবেশ করে।ওই কক্ষে বমির শব্দ শুনে পরিবার লোকজন তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিন দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত সিফাতের বাবা সোনা মিয়া ফকির বলেন, কেন আমার ছেলে কীটনাশক পান করেছে তা আমি জানিনা? পরিবারের কাউকে কীটনাশক পানের কারন জানায়নি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিনহাজ উদ্দিন ভুঁইয়া বলেন, ধারনা করা হচ্ছে কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।