কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা সৈকতে বঙ্গোপসাগর থেকে অর্ধগলিত এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভেসে এসেছে। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে কুয়াকাটা নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট এবং লাল শার্ট। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, সকালে দোকান খুলতে এসে সমুদ্রের জোয়ারে ভাসমান মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি কুয়াকাটা নৌ পুলিশকে অবহিত করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন,“মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।