• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত আবহাওয়ার পূর্বাভাসে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক,,,,দৈনিক ক্রাইম বাংলা আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে রপ্তানি আয় বাড়লেও বাজার সমপ্রসারণে ব্যর্থতা: বিশেষজ্ঞদের উদ্বেগ বদলগাছীতে ইউপি সদস্যের বিরুদ্ধে একতরফা ভাবে সালিশ করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় রাখাইনরা পালন করছে প্রবারনা পূর্ণিমা উৎসব/দৈনিক ক্রাইম বাংলা।।

সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ: ওসি লালপুর,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৫ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান রাজু।

রোববার (২৯ সেপ্টেম্বর ২০২৪) রাতে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নিকট দায়িত্ব বুঝে নেন।

লালপুর থানায় যোগদান করে ওসি নুরুজ্জামান বলেন, এই থানাকে সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করবেন। মাদক, সন্ত্রাস, হ্যাকার নির্মূল, অবৈধ সকল কার্যক্রম বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। দেশ ও জনগনের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যা সফল করতে তিনি

রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জীবনবৃত্তান্ত :

নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর যোগদান করেন পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান রাজু।

তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মহদিপুর গ্রামে ১৯৭৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ভুলু মিয়া ও মাতা মরহুম পিয়ারা বেগম। স্ত্রী বজলে খানম। তাঁদের সন্তান লাবিবা জামান ও ফাহমিদা জামান।

তিনি চাপাইনবাবগঞ্জের জাহাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, চাপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৩ সালে উপপরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বিভাগে রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) বোয়ালিয়া মডেল থানায় যোগদান করেন। পরবর্তীতে নাটোরের নলডাঙ্গা, নাটোর সদর, রাজশাহীর গোদাগাড়ি মডেল থানা, সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন। এরপর পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে পাবনা কোর্ট পুলিশ, চাটমোহর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বগুড়ার গাবতলী মডেল থানা, চট্টগ্রাম রিজার্ভ অফিস (আরওআই) ও আরএপি-র কাসিয়াডাঙ্গা থানায় দায়িত্ব পালন করেন। নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর যোগদান করে কর্মরত আছেন।

কর্মজীবনে তিনি কাজের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তিনি ২০১৯ সালে বগুড়ার গাবতলী থানায় থাকাকালীন শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কার লাভ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে আর্থিক প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করেন।

তিনি পদাধিকার বলে বালিতিতা থানা মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও উন্নয়ন কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে আশাবাদ ব্যক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ