• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,, সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা,,, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,, দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,,, ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ,,, প্রধান উপদেষ্টাকে বিবৃতিতে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর,,,, অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,,

আগামী ২২ ও ২৩ নভেম্বর পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসার ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ২৬৭ পঠিত
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

এম নজরুল ইসলাম।।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী মঙ্গল ও বুধবার (২২ ও ২৩ নভেম্বর ২০২৪) মাদ্রাসা সংলগ্ন মাঠে (মুসল্লীবাড়ী সংলগ্ন) অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিল প্রত্যেহ আসরের নামাজ হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

মাদ্রাসার মুহতামিম হাফেজ নজরুল ইসলাম বলেন, পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং টি প্রতিষ্ঠালগ্ন থেকে এই ১২ বছর ওয়াজ মাহফিল করে আসছি। এবারও দেশ বরেণ্য আলেম মাশায়েখগণ ওয়াজ নসিহত পেশ করবেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২ দিন ব্যাপি মাহফিলে ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থেকে মুফাস্সির কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

১ম দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাস্সিরে কুরআন জনাব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ গাজী শহীদুল ইসলাম।
অধ্যক্ষ, নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন,

  • হাফেজ মাওলানা নাসির উদ্দিন, ইমাম ও খতিব, উত্তর পশ্চিম সোহাগদল কেরামতিয়া জামে মসজিদ।
  • হাফেজ মোঃ আব্দুল আজিজ, মোহতামিম, বিন্না হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা।

২য় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সু-মধুর কণ্ঠস্বর আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ্ আল মুঈন সাহেব, আরবি প্রভাষক, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দ্বীনিয়া মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন,

  • হযরত মাওলানা মোঃ হাসিবুল ইসলাম, ইমাম ও খতিব, সিদ্ধীরগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ, ঢাকা।
  • হাফেজ মোঃ শামসুদ্দীন সাহেব, মোহতামিম বরছাকাঠি দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

সার্বিক তত্ত্বাবধান করবেন,পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের সম্মানিত সম্পাদক জনাব মাওঃ আবু ছালেহ সাহেব।

পঃ সোহাগ দল ভাইজোড়া দারুস্সুন্নাত হাফেজী নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এর মোহতামিম ও সম্পাদক সাহেব আগামী মঙ্গল ও বুধবার (২২ ও ২৩ নভেম্বর ২০২৪) এর বার্ষিক ওয়াজ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ