• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ার মহিপুরে ৬৪০ পিছ ইয়াবাসহ আটক-১/দৈনিক ক্রাইম বাংলা।। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল। কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত-১/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ!/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগর ভুলুয়া ব্রিজ ঘিরে গড়ে উঠছে নতুন পর্যটন কেন্দ্র/দৈনিক ক্রাইম বাংলা।।


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন পটুয়াখালী ছাত্রলীগের (সভাপতি) হাসান শিকদার।

রিপোর্টার: / ১৩৯৩ পঠিত
আপডেট: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০


জুলহাস মিয়া পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ছাত্রলীগের ( সভাপতি ) মোঃ হাসান শিকদার সম্মেলনের মাধ্যমে বিদায় নিতে চান। এবং সুন্দর একটি কমিটি উপহার দিতে চান। দীর্ঘ তিন বছর যাবৎ পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি পরিচালনা করে আসছেন (সভাপতি) মোঃ হাসান শিকদার। দৈনিক ক্রাইম বাংলা পত্রিকার সাংবাদিকদের সাথে, একান্ত সাক্ষাতকারটি নিম্নে তুলে ধরা হলোঃসাংবাদিক-আপনার নিজের সম্পর্কে বলুন?হাসান সিকদার -আমি হাসান শিকদার আমার বাবা মোঃ সেলিম শিকদার আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার বাবার আপন মামা আমার নানা এম এ রশিদ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, আমার আরেক নানা পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, পটুয়াখালী জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এবং পটুয়াখালী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেনপটুয়াখালী জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এবং পটুয়াখালী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এবং পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আরেক নানা মোঃ হামিদ তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন আমার ছোট চাচা, পটুয়াখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সাংবাদিক-ছাত্রলীগের রাজনীতিতে কীভাবে এসেছেন?হাসান সিকদার-আমি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সাথে জড়িত, আমি পটুয়াখালী করিম মৃধা কলেজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম।আমি পটুয়াখালী জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখন আমি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি।সাংবাদিক: উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি কবে হবে?হাসান সিকদার : সেন্টালের অনুুুুমতি আছে তবে আবহাওয়া ও করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই, কমিটি হতে পারে বলে যানান। এবং যারা দির্ঘদীন সংগঠনের সাথে কাজ করে আসছেন তাদের তো মূল্যায়ন করতেই হবে। সেদিক বিবেচনা করে কমিটি দেয়া হবে।সাংবাদিক: আপনি ছাত্রলীগের পূর্বের ও বর্তমান কমিটির মাঝে কি পার্থক্য দেখেন ?হাসান সিকদার : পূর্বের ও বর্তমান ছাত্রলীগের নীতিগত কোনো পার্থক্য নেই। তবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।যারা সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন তারাও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। তবে আমাদের কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।সাংবাদিক: ছাত্রলীগে অনুপ্রবেশ ঠেকাতে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন ?হাসান সিকদার :অনুপ্রবেশকারী বলতে কাকে বুঝছি তা আগে বুঝতে হবে। অনুপ্রবেশকারী বলতে আমি বুঝি যার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ নেই,,,,, কিন্তু তারা ছাত্রলীগ করছে, এরাই তো অনুপ্রবেশকারী। আমরা অনেক বিচার-বিশ্লেষণ করব, যারা ২০১৪ সালের প্রেক্ষাপটে মাঠে ছিলেন, এবং উড়ে এসে জুড়ে বসবে এ রকম নয়। কোথাও না কোথাও অবদান আছে, ছাত্রলীগের কোনো ইউনিটে কাজ করেছে,। সেখানে একটা ভাইটাল রোল প্লে করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করব।সাংবাদিক: লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন পেশায় যারা আছেন তাদের মূল্যায়ন করা হবে কিনা?হাসান সিকদার : , ব্যাবসায়ীদের ছাত্রলীগের কোন প্রয়োজন নেই বলেই মনে করেন। এবং ছাত্রলীগ করতে হলে পদ নিয়ে করতে হবে এটা খারাপ দিক। তবে বাংলাদেশ ছাত্রলীগের গঠন তন্ত নিয়মের বাহিরে কোন প্রকার যাওয়া জাবে না যেমন : বিভাহিত, অ–ছাত্র, মাদকে আশাক্ত, সন্ত্রাস,  চাদাবাজি,টেন্ডার বাজি, মামলার আসামী, রাষ্ট্র বিরোধী, এসব বিষয়ে খুব সচোতন থাকার আহ্বান ।সাংবাদিক : ছাত্রলীগকে কোন অবস্থায় দেখতে চান?হাসান সিকদার : বঙ্গবন্ধু,মানে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এই ৩টি বিষয়কে যারা মনপ্রাণ দিয়ে ভালোবাসে তাদের নিয়েই ছাত্রলীগকে সাজাতে চাই। আমরা দেখতে চাই ছাত্রলীগের প্রত্যেক নেতাই হবেন আদর্শবান এবং দলের জন্য নিবেদিত প্রাণ। ছাত্রলীগের কর্মী নাম শুনলেই শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে যেন মূল্যায়িত হন সেজন্য প্ল্যাটফর্ম আমরা গড়ে তুলতে চাই বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ