• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের ষড়যন্ত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ , মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি,,,, রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা,,, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক,,,, মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,,,, বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলের অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান,, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,,, সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,, পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,,

কলাপাড়ায় পরকিয়া অতঃপর প্রতিবেশীদের ফাঁসাতে চুরির অপবাদ, সালিশ বৈঠকে হামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৭ পঠিত
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পরকিয়া প্রেম ধামাচাপা দেয়ার জন্য মিথ্যা চুরির নাটক সাজিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মিমাংসায় শালিস বৈঠকে মারধরের ঘটনায় শালিসদ্বারসহ ৫ জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুইরতলা গ্রামের বাসিন্দা মিজানুর ঘরামীর বাড়িতে গত মঙ্গলবার রাতে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী জাকির আকন ও তার পরিবারকে তারা সন্দেহ করেন। চুরির মালামাল ও চোরকে জনসম্মুখে আনতে তারা স্থানীয় এক গণনাকারীর কাছে যান। গণনাকারীর তথ্য মতে খালু মিজানুর ঘরামী ও তার ভায়রাজী মারুফা আক্তার পরকীয়া করার জন্য ঘরের সবাইকে ঘুমের মধ্যে রাখতে খাবারের সাথে চেতনানাশক ঔষূধ খাওয়ায়। শেষে ধরা পরার ভয়ে ঘরের মালামাল চুরির নাটক সাজায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে,  প্রতিবেশী জাকির আকন ও মিজানুরের মধ্যে মিমাংসার জন্য পারিবারিকভাবে শালিস বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু মিজানুর ও তার পরিবার শালিস বৈঠক অমান্য করে উল্টো শালিসদ্বারদের অকথ্য ভাষায় গালমন্দ ও তাদের উপরে হামলা চালায়। এতে দু-পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।

এবিষয়ে শালিসদ্বার হাবিব ঘরামী বলেন, মিজানুর ঘরামী সম্পর্কে তার ভাতিজা। মিজানুর ঘরামীর বাড়িতে একটি চুরির ঘটনায় প্রতিবেশী জাকির আকন ও তার পরিবারকে তারা সন্দেহ করেন। বিষয়টি মিমাংসার জন্য পারিবারিকভাবে সালিশ বৈঠকে বসলে মিজানুর ও তার পরিবার তার উপর চড়াও হয়ে গালমন্দ ও গায়ে হাত তোলে। এতে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।এবিষয়ে মিজানুর ঘরামী ও তার স্ত্রী ছাবিনা বেগম বলেন, শালিস বৈঠক কিছুই না, পরিকল্পিতভাবে তাদের মারধর করা হয়েছে। তবে, পরকীয়ার বিষয়টি মিথ্যা বলে দাবী করলেও গণনাকারীর কাছে গিয়েছেন বলে তারা উভয়ই স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ