• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের হিজলায় হরিনাথপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায় অধ্যক্ষ মাজহারুল ইসলাম ও বিএনপি নেতা সাইদুর রহমান বাদল মুন্সীর বিরুদ্ধে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেছেন জেলা ছাত্র দলের সহসভাপতি নুর হোসেন সুজন। ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা উপজেলার হরিনাথপুর বন্দরে এই মানবন্ধন করে সুজনের লোকজন। মানববন্ধনে সুজন অভিযোগ করেন তিনি একজন বিএনপি’র সক্রিয় কর্মী, তার রাজণৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য মাজহারুল ও বাদল মুন্সী দির্ঘদিন যাবত পরিকল্পনা করিয়া আসিতেছে এবং বিগত ৯সেপ্টেম্বর তার বিরুদ্ধে হিজলা থানায় একটি অভিযোগ দায়ের করে। তিনি বলেন আমি ড্রেজারের ব্যবসা করি, ২০২১ সালে মাজহারুলের স্ত্রীর ভাই যুবলীগনেতা বালু ব্যবসায়ী জনি আমার ড্রাজারে অস্ত্র প্রদর্শন করে ৬ইঞ্চি গোল ১২০পিচ পাইপ নিয়ে যায়, এ কাজের অন্যতম হোতা মাজহারুল যাতে আমি আর্থিকভাবে সাড়ে ৫লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছি। ৫ আগস্টের পর মাজহারুল বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরে, মাদক ব্যবসা, আব্দুল জব্বার মেহমান কলেজের প্রিন্সিপালের পদ দখল, এমনকিং সুজনের বালু ব্যবসা থেকে প্রতি মাসে ২লক্ষ টাকা দাবি, তার বিক্স ফিল্ডের অর্ধেক শেয়ার দাবি করেছে বরের অভিযোগ করেন সুজন মাজহারুল আওয়ামীলীগের আমলে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি অর্থের বিনিময় দলীয় পদ কিনে নিয়েছেন অভিযোগ সুজনের। এ সকল অভিযোগ নিয়ে তিনি হিজলা থানায় মাজহারুল, বাদল মুন্সী, ও যুবলীগ নেতা জনির বিরুদ্ধে হিজলা থানায় একটি অভিযোগ ও দায়ের করেছেন বলে জানার সুজন, এ মানব বন্ধনে সুজন একাই বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, হিজলা বিএনপি’র ত্রিধারায় বিভক্ত। সুজন উপজেলা বিএনপি’র পদ স্থগিত হওয়া সদস্য সচিব এ্যাড. মনির হোসেন এর অনুসারী, অধ্যক্ষ মাজহারুল ইসলাম উপজেলা বিএনপি’র আহবায়ক আঃ গাফ্ফার তালুকদার এর অনুসারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ