• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

নির্বাচনে জনগণ অতীত বর্তমান ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নিবেন: জামায়াত আমির,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অতীত বর্তমান ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নিবেন কাকে তারা বেছে নিবেন। এসময় তিনি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহবান জানান।

ডা. শফিকুর রহমান বক্তব্যেই আরও যোগ করে বলেন, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মপালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।’

তিনি বলেন, দেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ। এদেশের সকল ধর্মের বর্ণের মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা বাংলাদেশে কোন মেজরিটি মাইনরিটি মানি না, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই-বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়। এখন আমাদের ভাই-বোনরাও এই ষড়যন্ত্র বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন। আপনারা দেখেছেন ভারতের হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছেন, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে।

জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না, দুর্নীতি করতেও দিবো না, দুর্নীতির মৃত্যু হবে সুনীতির জয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও কুমিল্লা বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান এ জামায়েত নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ