• রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বরফ সংকটে ন্যায্য মূল্য পাচ্ছেনা জেলেরা, মৎস্য বন্দর আলিপুর ও মহিপুরে।

রিপোর্টার: / ৫৯৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

মনির হাওলাদার মহিপুর প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরে বরফ সংকটে ন্যায্য মূল্য পাচ্ছে না জেলেরা। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরছে প্রচুর পরিমাণে রুপালী ইলিশ। আর সেই ইলিশ ট্রলার বোঝাই করে একের পার এক আসছে আড়ৎ ঘাটে। চলতি বছরে সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল।গত ২৩ জুলাই এ সময়সীমা শেষ হয়েছে। করোনার কারণে ওইসময়টা জেলেরা কর্মহীন হয়ে পড়েন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আবহাওয়া খারাপ থাকার কারনে জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছিল না। তবে সপ্তাহ জুড়ে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে।এর ফলে দেশের বৃহত্তম মৎসবন্দর মহিপুর-আলীপুরে এখন উৎসব
মূখর পরিবেশ বিরাজ করছে। এদিকে স্থানীয় বরফ কল গুলোও চাহিদা অনুযায়ী বরফ সাপলাই দিতে পাড়ছেনা, কেউ কেউ বরফ মজুদ করে তিনগুণ দামে বরফ বিক্রি করছে । এছাড়াও চড়া দামে অন্য এলাকা থেকে বরফ কিনেআনতে হচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, ট্রলার থেকে ঝুড়ি ভর্তি করে শ্রমিকেরা ইলিশ এনে আড়তে ফেলছেন। একদিকে চলে মাপঝোপ। আর অন্যদিকে চলে দরদাম।পাইকারি ক্রেতারা দরদাম শেষে ইলিশ বরফ দিয়ে সারিসারি ককসেট রাখেন।
আর সেই ককসেট বোঝাই ইলিশ ট্রাক ও অন্যান্য গণপরিবহনের ছাদে করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।তবে দীর্ঘদিন পর সাগরে প্রচুর ইলিশ
ধরা পড়লেও ন্যায্য দাম পাচ্ছেনা জেলেরা এমনটাই বলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলেদের সাথে কথা বলে জানা যায়, করোনার প্রভাব ও সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার পর জেলেদের জালে তেমন মাছ মিলছিলনা। তবে এখন প্রচুর ইলিশ
ধরা পড়ছে।মাছগুলো আকারেও বড়। তাই জেলেরা অনেক খুশি।জেলে ফারুক মাঝি জানান, এমনিতেই ধারদেনা ও মহাজনদের কাছ থেকে আগাম দাদন নিয়ে সাগরে নামতে হয়েছে। এত দিন তেমন ইলিশ ধরা নাপড়ায়, তারা দেনা পরিশোধ নিয়ে চিন্তায় ছিলেন। এই পূর্ণিমার পর গভীর সাগরে নির্দিষ্ট কিছু পয়েন্টে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আবহাওয়া
অনুকুলে থাকলে আরও ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন। মৎস বন্দর মহিপুরের মেঘলা আড়দের জামাল হোসেন বলেন,যে হারে সাগরে মাছ পড়ছে এ অনুপাতে বরফ সাপলাই দিতে পারছেনা এখানকার বরফ কলগুলো। তাই চড়া দামে বরফ আনতে হচ্ছে খুলনা বরিশাল,পটুয়াখালী ও বরগুনা থেকে। এছাড়া বেশ কয়েক দিন ধরে সাগরে ইলিশ পড়তে শুরু করেছে। তবে দীর্ঘদিন পর সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও, দামওপাইকারী বাজারে মাছের দাম কম।
মহিপুর মৎষ্য আড়ৎ মালিক সমিতির সভাপতি ফজলু গাজী বলেন হঠাৎ করে সাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে।করোনার কারণে রপ্তানি না থাকায় ইলিশের দাম একটু কম। এখন যে ইলিশ১৭/১৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই মাছ গত বছর দাম ছিল মণ প্রতি২৫ থেকে ৩০ হাজার টাকা। তবে সরকার যথাযথ পদক্ষেপ নিলেই মাছের সুরক্ষার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি মত পোষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ