• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

মান্দায় জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৫২৬ পঠিত
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

মোঃ আবু তালহা জুবায়ের,নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ১১ নং কালিকাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই জুন (রবিবার) চক্রের রঘুনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রনেতা রিসালাত ই সাজিদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ১১ নং কালিকাপুর ইউনিয়ন সমবায় দলের আহ্বায়ক মামুন সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, ৪৯ নওগাঁ -৪(মান্দা) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, মান্দার মাটি ও মানুষের নেতা ডাক্তার ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি এ, বি, এম,মোজাহারুল হক কমল। সিনিয়র সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল মতিন মুরাদ। সহ-সভাপতি মাহফুজুর রহমান চঞ্চল, মিজানুর রহমান, মান্দা উপজেলা শাখার সদস্য সচিব এনামুল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মান্দা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, রবিউল ইসলাম, শাহীন আলম, সাবানা খাতুন, আব্দুল্লাহ আল মাসুদ, রেজাউল করিম, আব্দুল কুদ্দুস, সদস্য হুমায়ুন কবীর, শাহাবুর রহমান, বজলুর রশিদ স্বপন, ১০নং ইউনিয়ন সমবায় দলের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব আলতাব হোসেন, যুগ্ন আহ্বায়ক সোহেল রানা রাজু, দুলাল হোসেন, রেবেকা সুলতানা, ইন্নাতুন নেসা, ০১নং ভারশোঁ ইউনিয়ন সমবায়দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব ফজলে রাব্বি চৌধুরী, সদস্য সূমন হোসেন, ০২নং ভালাইন ইউনিয়নের সভাপতি মিলন হোসেন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


মান্দা উপজেলা শাখার ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। ব্যানারে উল্লেখিত বক্তাগণ ছাড়া ও বক্তৃতা করেন সমবায়দলের শাহিন আলম, সাবেক ছাত্রনেতা নুর এনায়েত মোঃ নুরুজ্জামান হারুন। শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোরশেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ডি,এম,মালেক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমবায় দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের নেতা কর্মী যদি অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং পুলিশে ধরিয়ে দেওয়া হবে। আলোচনা অনুষ্ঠান শেষে ১১নং কালিকাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দলের ১০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাদেরকে সমবায় দলের লোগো-সম্মানিত গেঞ্জি প্রদান করা হয়। সোনার বাংলা শিল্প গোষ্ঠী ও বাংলাদেশ বেতারের সংগীত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। ১নং কালিকাপুর ইউনিয়ন সমবয় দলের সাধারণ সম্পাদক সোহেল রানা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মান্দা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ