নিজস্ব প্রতিবেদক ।
আগারগাঁওয়ে দোকান দখল নিয়ে সংঘর্ষ, একজন নিহত
রাজধানীর আগারগাঁওর তালতলা জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. বাবলু (৪০) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাবলু স্থানীয় বাসিন্দা মো. সেলিম মিয়ারের ছেলে। তিনি আগারগাঁওর তালতলা এলাকার টং দোকানে চা বিক্রি করতেন এবং এক মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। নিহতের স্বজন আব্দুর রউফ জানান, গত রাত ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন বাবলুর দোকান উচ্ছেদ করে স্থানটি দখল করতে গেলে ঘটনাস্থলে সংঘর্ষ ঘটে। এতে রবিউল নামের একজন লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।
শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ফুটপাতের ওপর দোকান দখল করে এক পক্ষ অফিস বানিয়েছে, আরেক পক্ষ তা রাখতে চায়নি। অপর পক্ষ অফিসটি ভাড়া দিয়ে দিয়েছে। এই সংঘর্ষের মধ্যে একজন আহত হয়ে পরে ঢামেকে মারা যান। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।