এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
‘আলোকিত মানুষ চাই’ এই শ্লোগান নিয়ে আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে চার দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে। শেষ হবে আগামী বুধবার বিকেল ৫টায়। রবিবার সকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র এ মেলার আয়োজন করে। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলার সংগঠক জান্নাতুল নাঈম প্রমুখ।