• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাসপূর্ণিমায় কুয়াকাটায় ঐতিহাসিক মতুয়া মহা-সম্মেলন ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে এখন হালান্ড মেসি–রোনালদোর লেভেলে: গার্দিওলা,,, ঢাবির জুলাই আন্দোলনে সহিংসতা: ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ,, বিএনপির মনোনয়ন ঘিরে মেহেরপুরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ,, মুক্তিযোদ্ধা চাচাকে বাবা দেখিয়ে চাকরি, ইউএনও কামাল হোসেনের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত,,, সারা দেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত,,, নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ তিন রাজনৈতিক দল,,, টাঙ্গাইলে ‘সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত,,, রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বর,,, বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ, নেই রুমিন ফারহানার নাম—কারণ কী?,,,

ঢাবির জুলাই আন্দোলনে সহিংসতা: ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ,,

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ঢাবির জুলাই আন্দোলনে সহিংসতা: ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনের ঘটনাবলির তদন্ত কমিটির সদস্য-সচিব অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা সহিংস ঘটনার পর প্রাথমিকভাবে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। সেই কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। পরে গত ১৭ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে ঘটনাটির অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির দ্বিতীয় সভায় আরও শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ মেলায় মোট অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০৩ জন।

নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা লিখিতভাবে জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, সাক্ষ্য এবং ছাত্র-শিক্ষকসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে অভিযুক্তদের তালিকা চূড়ান্ত করেছে।

বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,

> “জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ছিল। প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বে দেখছে।”

 

প্রক্টর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যায্য তদন্তের স্বার্থে প্রত্যেক শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের জবাব যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ