
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী, ৮ নভেম্বর ২০২৫ (শনিবার) — পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের একটি বিশেষ দল মহিপুর থানার পাইকবারী মোয়াজ্জেমপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারির নাম মোঃ মুহিবুল্লাহ (৩২)। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা:
লেফটেন্যান্ট আবুল কাশেম, বিএন
মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড