
মান্দা (নওগাঁ), প্রতিনিধি।।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাটে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিন ঘটিকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকা জুড়ে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা মাটি ও মানুষের নেতা, বিএনপির জনপ্রিয় মুখ ডা. একরামুল বারী টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। আজ তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, সমগ্র গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, চেয়ারম্যান, ৫ নম্বর গনেশপুর ইউনিয়ন। তিনি বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর আরোগ্য কামনায় আজকের এই দোয়া মাহফিল আমাদের রাজনৈতিক অঙ্গীকারকে আরও দৃঢ় করল।”
এ সময় উপস্থিত ছিলেন মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আরও বক্তব্য দেন ও উপস্থিতি জানান যুবদলের সভাপতি জলিল, যুবদলের সাংগঠনিক সম্পাদক হিল্লোল, শ্রমিক দলের সভাপতি মুকুল, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সাধারণ জনগণও দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় একাত্মতা প্রকাশ করেন।